কিলিয়ান এমবাপ্পে ও পিএসজির লড়াইয়ে এবার নতুন এক অধ্যায় যোগ হয়েছে। যে অধ্যায়ে প্যারিসের ক্লাবটি তাদের সাবেক খেলোয়াড় এমবাপ্পের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে। রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকারের বিরুদ্ধে কোটি কোটি ইউরোর মানহানি মামলা করেছে পিএসজি।
ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ত গতকাল খবর দিয়েছে, পিএসজি প্রথমে আদালতে একটি আবেদন করে যে এমবাপ্পের অভিযোগের ভিত্তিতে ক্লাবটির ব্যাংক হিসাবে ৫ কোটি ৫০ লাখ ইউরো জব্দ করে রাখার যে আদেশ দিয়েছেন, সেটা যেন তুলে নেন।
পিএসজির দাবি, এমবাপ্পে তাদের কাছ থেকে কোনো অর্থ পাবেন না। তারাই বরং এমবাপ্পের কাছে ৯ কোটি ৮০ লাখ ইউরো পাবে। এই অর্থ পিএসজি মূলত দাবি করেছে ক্লাবের মানহানির ক্ষতিপূরণ হিসেবে। এর জন্য পিএসজি একটি ক্ষতিপূরণ মামলাও করেছে বলে জানিয়েছে আরএমসি স্পোর্ত।
পিএসজি থেকে বলা হচ্ছে, এমবাপ্পে যে তাদের কাছে পাওনা হিসাবে ৫ কোটি ৫০ লাখ ইউরো দাবি করছেন, সেটার দ্রুত নিষ্পত্তি চায় তারা। কিন্তু এ ব্যাপারে এমবাপ্পের দিক থেকে খুব একটা সাড়া পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছিল, ২৬ মে পরবর্তী শুনানির দিনই বিষয়টি নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা। এর মধ্যেই পিএসজি এমবাপ্পের বিরুদ্ধে মামলা করে বসল।
তবে এমবাপ্পের এ নিয়ে কোনো ভয় নেই বলেই দাবি করেছেন তাঁর আইনজীবী। আইনজীবীর কথা, সবকিছু তাঁদের পক্ষেই আছে।
সংবাদচিত্র ডটকম/ফুটবল