বর্তমান সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে বাংলাদেশ আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির বিদ্যুৎখাত সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন নিরলস কাজ করে চলেছেন। জাতীয় দায়িত্ব পালনের পাশাপাশি নিজের এলাকার উন্নয়ন ও স্থানীয় জনগণের সঙ্গে নিবির সম্পর্কের বিষযেও সমান মনোযোগী তিনি।
শুক্রবার (১১ আগস্ট) চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কূল ইউনিয়নের রসুলপুর সাধুর বাড়ি পূজামণ্ডপ মাঠে অনুষ্ঠিত সমাবেশে ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন বর্তমান সরকারের দীর্ঘমেয়াদি উন্নয়নের চিত্র তুলে ধরেন।
হাজীগঞ্জ উপজেলার বড়কূল ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মাঝে অবহিতকরন বিষয়ে মতবিনিময় সভা ও সমাবেশে তিনি প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন বলেন, জঙ্গিবাদ নির্মূল ও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করে টানা ১৪ বছর ক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বের ধনী রাষ্ট্রগুলো যখন হিমশিম খেয়েছে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে চাঁদপুরসহ সারা দেশে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে খাদ্য, নিরাপত্তা, বাসস্থান, চিকিৎসা, যোগাযোগ, কৃষি, ক্রীড়া, শিক্ষাসহ সব ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের জন্য শেখ হাসিনার নেতৃত্ব আজ বিশ্বের রোল মডেল।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছেন এবং এই হাজীগঞ্জ শাহরাস্তির সকল উন্নয়ন করছেন। এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন।
সমাবেশে ৬ নং বড়কূল ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা যুবরাজ সরকারের সভাপতিত্বে হাজীগঞ্জ বাজার অষাধু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুজন সরকারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি, মিঠুন ভদ্র, ৯ নং গন্ধব্যপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল।
সভায় উপস্থিত ছিলেন, ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার, গোয়াল দাশ সরকার, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রবিদাশ সরকার, ৬ নং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, কৃষ্ণ সাহা, শাখাওয়াত উল্লাহ ফারুক, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি নেয়ামত উল্লাহ, সাবেক ছাত্রনেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী ফয়সাল, শমীর সরকার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফারুক আহমেদ, বাংলা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ফরহাদ, উপ সম্পাদক ওমর ফারুক, সদস্য সুমন মিয়াজী, সাবেক ছাত্রনেতা হোসেন মীর, ইঞ্জি. নেছার পাটওয়ারী, আব্দুর রাজ্জাক, জাকীর হাজারী সহ তৃনমূলের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া ও ইঞ্জি. মোহাম্মদ হোসাইন সকাল ১০টায় শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়ন বেবীপুরের বাসিন্দা স্বাস্থ্য সচিবের একান্ত সচিব কাউছার হামিদের পিতা মরহুম আমির হোসেন ভূইয়া এর কূলখানি ও কবর জিয়ার অংশগ্রহণ করেন। এ সময়ে ওনার সাথে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর মোহাম্মদ আদেল সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া বেলা ১২ টা থেকে ৩ টা পর্যন্ত আলীগঞ্জ পল্লী বিদ্যুৎ গেস্ট হাউজে হাজীগঞ্জ এবং শাহরাস্তি দুই উপজেলার নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সংবাদচিত্র ডটকম/রাজনীতি