ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিন প্রতারণার অভিযোগে আটক হয়েছে। এতে প্রতিষ্ঠানটি থেকে পাওনা টাকা ফেরত পাওয়া নিয়ে আশঙ্কায় গ্রাহকরা। বিশ্লেষকরা বলছেন, বর্তমান অবস্থায় অর্থ ফেরত পাওয়া প্রায় শত ভাগই অনিশ্চিত।
কোনও পণ্যে ৫০ ভাগ ছাড়, আবার কোনও পণ্যে শতভাগ। এমনকি দেড়শ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করে ইভ্যালি। বিভিন্ন নামে অফারের ফাঁদে ফেলে গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেয় শত শত কোটি টাকা।
গ্রাহকরা জানান যে, ইভ্যালির সিইও তাদের পণ্য অথবা টাকা ফেরত দেওয়ার কথা দিয়েছিল। তবে এখনো তা পায়নি বলে তাদের অভিযোগ।
বিভিন্ন অভিযোগে ইভ্যালির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছিল আগেই। প্রতিষ্ঠানটিতে প্রায় তিন লাখ গ্রাহক এবং ২৫ হাজার মার্চেন্টের পাওনাই প্রায় হাজার কোটি টাকা। তবে বাংলাদেশ ব্যাংক ও দুদকের তদন্তে এর মধ্যে ৩৩৯ কোটি টাকার কোনও হদিস নেই। সরানো হয়েছে অন্যত্র।
যদিও রাসেল-শামীমা দম্পতির শেষ রক্ষা হয়নি। গত বৃহস্পতিবার আটক হয় র্যাবের হাতে। প্রতারণাকারী প্রতিষ্ঠানের দুই কর্তা ব্যক্তি আটক হন। এবার গ্রাহকরা পাওনা বুঝে পাবেন কিনা সেটাই প্রশ্নবিদ্ধ!
সংবাদচিত্র/অপরাধ