ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরিতে আবারো অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। রোববার অগ্ন্যুৎপাতের কারণে আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।
ধোঁয়ার কুণ্ডলী উঠে যায় উপরের দুই কিলোমিটার পর্যন্ত। অগ্ন্যুৎপাত এলাকা থেকে দূরে থাকতে স্থানীয়দের সতর্ক করেছে কর্তৃপক্ষ। এমন খবর প্রকাশ করেছে রয়টার্স। ডিসেম্বরের শুরুতেও সেমেরু আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন।
মাউন্ট সেমেরু ইন্দোনেশিয়ার প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি। সংস্থাটি স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে জানায়, অগ্ন্যুৎপাতের সক্রিয় এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো কিছুর সংস্পর্শে না আসতে। লাভার প্রবাহের কারণে ৫০০ মিটার দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে নদীসংলগ্ন এলাকা থেকে।
পিভিএমবিজি বাসিন্দাদের অগ্ন্যুৎপাত কেন্দ্রের ১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বের মধ্যে কোনো কার্যক্রম না করার জন্যও নিষেধ করেছে।
সংবাদচিত্র/আন্তর্জাতিক