টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরু আগামীকাল। দেশ বিদেশের লাখো মুসল্লির ভিড়ে ইজতেমা ও আশপাশের কয়েকটি এলাকায় দেখা গেছে তীব্র যানজট। এর ফলে চরম ভোগান্তির শিকার রাজধানীতে কাজে বের হওয়া লোকজন।
ট্রাফিক পুলিশ জানিয়েছে, ইজতেমার কারণে উত্তরায় যানজট দেখা দিয়েছে।
এর প্রভাবে গুলশান, বারিধারা ও আশপাশের প্রধান সড়কে অন্যান্য দিনের চেয়ে যানজট বেশি। ভোরে কিছু কিছু সড়কে যানজট না থাকলেও অফিস সময়ের আগে বিভিন্ন সড়কে যানজট বেড়ে যায়।
বেলা দশটার পর অনেকটাই কমে আসে যানজট। তবে সাধারণ মানুষ ও কর্মজীবীরা বেশি ভোগান্তিতে পড়েন। অফিসগামীরা যথাসময়ে অফিসে না পৌঁছাতে পেরে আক্ষেপ করেছেন।
রাজধানীর মহাখালী থেকে উত্তরা পর্যন্ত সড়কে কোনো গাড়ি নড়ছেই না। যানজটের কারণে অনেককে ফ্লাইট ধরার জন্য মহাখালী থেকে বিমানবন্দর পর্যন্ত হেটে যেতে দেখা গেছে। মূলত ভোররাত ২টা থেকে এই যানজট শুরু হয়েছে। তবে সকালে তা তীব্র আকার ধারণ করে।
সংবাদচিত্র ডটকম/রাজধানী