জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো) প্রেস ফ্রিডম পুরস্কার জিতলেন ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে এবং অনলাইনে তার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়েছে। বেশ কয়েকবার গ্রেফতারও হয়েছেন। তবে তাতে দমে যাননি ৫৭ বছরের মারিয়া।
মারিয়া যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএএনএনের এশিয়া অঞ্চলে তদন্তনির্ভর সাংবাদিকতা করেছেন। কাজ করেছেন এবিএস-সিবিএন নিউজে। বর্তমানে সংবাদনির্ভর ওয়েবসাইট র্যাপলারের ( Rappler) ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন তিনি। দেশটির রাষ্ট্রীয় নেতা রদ্রিগো দুতার্তে এটিকে ভুয়া সাইট বলে অভিহিত করেছেন।
গত মাসেও আদালতে হাজিরা দিতে হয়েছে মারিয়াকে। তার বিরুদ্ধে কর ফাঁকিসহ নানা অভিযোগ আনা হয়েছে। ফিলিপাইনে স্বাধীন গণমাধ্যমের ওপর নানা দমন নিপীড়ন চালানো হচ্ছে। মারিয়া নানা সময় দেশটির সরকারের বিভিন্ন বিতর্কিত পদক্ষেপের সমালোচনা করেছেন। সে জন্যই হেনস্থার শিকার হচ্ছেন মারিয়া। কিন্তু সে জন্য মনোবল না হারানো মারিয়া এখন অনেকের কাছে উদারহরণ।