আহমেদ জামান চৌধুরী (আজাচৌ) ওরফে খোকা ভাইয়ের একাদশ মৃত্যুবার্ষিকী আজ - সংবাদচিত্র ডটকম/songbadchitro.com
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ , ১৩ বৈশাখ ১৪৩২

শিরোনামঃ

  1. প্রচ্ছদ
  2. বিনোদন স্মরনীয় বরনীয়
  3. আহমেদ জামান চৌধুরী (আজাচৌ) ওরফে খোকা ভাইয়ের একাদশ মৃত্যুবার্ষিকী আজ

আধুনিক চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃত

আহমেদ জামান চৌধুরী (আজাচৌ) ওরফে খোকা ভাইয়ের একাদশ মৃত্যুবার্ষিকী আজ

সংগৃহীত ছবি

আজ কিংবদন্তী চলচ্চিত্র সাংবাদিক, অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের চিত্রনাট্যকার, কাহিনিকার ও গীতিকার আহমেদ জামান চৌধুরী খোকা ভাইয়ের মৃত্যু বার্ষিকী। ২০১৩ সালের আজকের দিনে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করেন।

মাত্র এক দশক পেরিয়ে এসেছি আমরা এই গুণী মানুষটিকে হারানোর পর। অথচ এই অল্প কিছু দিনের মধ্যে অকৃতজ্ঞের মতো ভুলতে বসেছি আমরা। ঢাকাই ছবিতে তার অবদান, প্রচেষ্টা, উন্নয়ন ভাবনা ও আজীবনের ভালোবাসা। জন্ম-মৃত্যু দিনগুলো ছাড়া তাকে কোথাও খুঁজে পাওয়া দুষ্কর।

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)’র প্রতিষ্ঠাতা সদস্য এবং একইসাথে এ সংগঠনের তিনবারের সভাপতি ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত আহমেদ জামান চৌধুরী। দুঃখজনক হলেও সত্য যে, চলচ্চিত্র বিষয়ক সাংবাদিক সংগঠনগুলো আজ ব্যক্তি স্বার্থ উদ্ধারে ব্যস্ত। তারা না করে স্বজাতের উন্নয়ন ভাবনা না করে গুণী মানুষদের অমর করে রাখবার চেষ্টা। তেমনি খোকা ভাই খ্যাত সাংবাদিকদের অঘোষিত এই প্রয়াত অভিভাবককে নিয়েও খুব বেশি স্মরণায়োজন চোখে পড়ে না। অন্তত আজকের দিনটিকে কেন্দ্র করেও।

সাংবাদিকরাও যে চলচ্চিত্রের প্রাণপুরুষ হতে পারেন তার উজ্জল দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। চার দশকেওর বেশি সময় ধরে তিনি চলচ্চিত্র নিয়ে লিখেছেন। ‘পিচঢালা পথ’, ‘নতুন নামে ডাকো’, ‘নাচের পুতুল’, ‘বাদী থেকে বেগম’, ‘আগুন’, ‘যাদুর বাঁশি’, ‘মাস্তান’, ‘তুফান’, ‘শেষ উত্তর’, ‘লাভ ইন সিঙ্গাপুর’, ‘শ্বশুরবাড়ি’, ‘মিস লংকা’, ‘দূরদেশ’র মতো বিখ্যাত আর জনপ্রিয় নব চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন।

‘পিচঢালা এ পথটারে ভালবেসেছি’, ‘যেও না সাথী’, ‘নতুন নামে ডাকবো তোমায়’, ‘কে তুমি এলে গো’, ‘ও দরিয়ার পানি’, ‘এ বৃষ্টিভেজা রাতে চলে যেও না’, ‘চুরি করেছো আমার মনটা’, ‘মাগো তোর কান্না আমি সইতে পারি না’, ‘যাদু বিনা পাখি যেমন বাঁচিতে পারে না’, ‘এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও’, ‘বিদায় দাওগো বন্ধু তোমরা এবার দাও বিদায়’, ‘প্রেম পিরিতি চাই বলে সবাই আমায় পাগল বলে’র মতো লিখেছেন কালজয়ী গানও।

তিনি প্রয়াত চলচ্চিত্র সাংবাদিক আহমদ জামান চৌধুরী। যিনি আজাচৌ এবং খোকা ভাই নামেও সমাদৃত ছিলেন সবার কাছে।

তাই দুঃখ নিয়েই উপলব্দি করতে হয়, পুরোনোরাই যেখানে এই গুণী কিংবদন্তি সাংবাদিক-চলচ্চিত্রপ্রেমীর নাম ভুলতে বসেছে সেখানে নতুন প্রজন্ম তার সম্পর্কে কি করে জানবে ও কেমন করে তাকে অনুসরণ করার সুযোগ পাবে! অথচ তাকে মনে করার অনেক কারণ রয়েছে, উপলক্ষ রয়েছে।

এই যেমন নায়করাজ রাজ্জাকের জন্মদিনে খুব বেশি করে মনে পড়বে তাকে। কেননা, নায়কের ‘নায়করাজ’ উপাধিটি যে তিনিই দিয়েছিলেন আশির দশকে। সেই কথা নায়করাজ নিজেও কৃতজ্ঞচিত্তে স্বীকার করে গেছেন এবং গর্বভরে সেটি বলেও বেড়িয়েছেন। প্রতি বছর জন্মদিন উপলক্ষে নামের আগে বারবার শুনেছেন ‘নায়করাজ’ শব্দটি, প্রিয় বন্ধুটির কথা স্মরণ করে রাজ্জাক আড়ালেই ফেলেছেন অশ্রুজল।

২০১৩ সালে ৬ মার্চ আহমদ জামান চৌধুরীর মৃত্যু হলে দেশের বাইরে থাকায় তাকে শেষ দেখা দেখতে পারেননি রাজ্জাক। দেশে ফিরে এসে আবেগে আপ্লুত হয়ে সাংবাদিকদের বলেছিলেন, ‘আহমদ জামান চৌধুরী সাংবাদিকদের মধ্যে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমার ‘নায়করাজ’ উপাধিটি তারই দেয়া। কত সময় কেটেছে তার সঙ্গে আমার। একজন নায়ক হিসেবে আমি যখন জনপ্রিয়তায় তুঙ্গে, তখন নানা হিসাব-নিকাশ কষেই খোকা (আহমদ জামান চৌধুরী) আমাকে এই উপাধিটি দিয়েছিল।’

রাজ্জাক আরো বলেছিলেন, ‘আমি নায়করাজ যতদিন বেঁচে থাকব আমার মাঝে ততদিনই আমার বন্ধু খোকা বেঁচে থাকবে। যতদিন ঢাকাই চলচ্চিত্র বেঁচে থাকবে ততদিন একজন আহমদ জামান চৌধুরী (খোকা) বেঁচে থাকবে। কারণ এ দেশের চলচ্চিত্রে তার অবদান অস্বীকার করার কোনোই উপায়ও ছিলোনা।’

আমরা ধরে নিয়েছি আমাদের খোকা ভাইও বেঁচে ছিলেন, বেঁচে আছেন, বেঁচে থাকবেন চলচ্চিত্রে। কেননা, আমাদের নায়করাজ যে অমরত্ব নিয়েছেন।

শুধু তাই নয়, তাকে মনে পড়বে নন্দিত চলচ্চিত্রাভিনেতা সোহেল রানার নাম উচ্চারনে। কেননা, মাসুদ পারভেজ থেকে সোহেল রানা নামটি দিয়েছিলেন প্রয়াত বরেণ্য চলচ্চিত্র সাংবাদিক, চিত্রনাট্যকার, কাহিনিকার ও গীতিকার আহমদ জামান চৌধুরীই। সোহেল রানা বলেন, ‘আমার নায়ক হিসেবে কাজ করার পেছনে সুমিতা দেবী, মোস্তাফিজ, এস এম শফি ও আহমদ জামান চৌধুরীর উৎসাহ এবং ভূমিকা আমৃত্যু আমি ভুলবো না। তাদের ঋণ কোনোদিনই পরিশোধ করার মতো নয়।’

সাংবাদিকতা শুরু জনপ্রিয় সিনেমা পত্রিকা ‘চিত্রালী’র মাধ্যমে ১৯৭০ সালে। এরপর নানা দায়িত্ব পালন শেষে পত্রিকাটির সম্পাদনার দায়িত্বও পালন করেন দীর্ঘ ১০ বছর। সব মিলিয়ে চিত্রালীর সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন দীর্ঘ ২০ বছর। চিত্রালীর পর তিনি দু’বছর ফিচার এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক যুগান্তর পত্রিকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়েও ফিল্ম এন্ড মিডিয়া বিষয়ের ওপর পাঠদান করেছেন।

সংবাদচিত্র ডটকম/স্মরণীয় বরণীয়

শেয়ার করুনঃ

কাশ্মীর হত্যাকাণ্ডের ঘটনায় দুই সন্দেহভাজনের বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিল ভারত

২৫ এপ্রিল, ২০২৫, ৮:৫৬

হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

২৫ এপ্রিল, ২০২৫, ৮:৫২

৮ মাসে ২৬ রাজনৈতিক দলের উত্থান, উদ্দেশ্য কী?

২৫ এপ্রিল, ২০২৫, ৮:৪৮

জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় সদস্যপদ অর্জন করলো বাংলাদেশ

২৫ এপ্রিল, ২০২৫, ৮:৩৯

বাংলাদেশের ‘কর্তৃপক্ষ’ ৯ মাস ধরে মিথ্যা বলছে: টিউলিপ

২৫ এপ্রিল, ২০২৫, ৮:২১

মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ, হতাশায় ব্যবসায়ীরা

২৫ এপ্রিল, ২০২৫, ১২:৪২

ভারতের বিরুদ্ধে যেসব সিদ্ধান্ত জানালো পাকিস্তান

২৫ এপ্রিল, ২০২৫, ১২:৩৪

পাকিস্তানিদের সব ধরনের ভিসা স্থগিত করল ভারত

২৪ এপ্রিল, ২০২৫, ৬:০৬

টিউলিপের দুর্নীতির প্রমাণ কই? দুদকে আইনজীবীর চিঠি

২৪ এপ্রিল, ২০২৫, ৬:০২

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, জরুরি বৈঠকে নেতানিয়াহু

২৪ এপ্রিল, ২০২৫, ৫:৫৩

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

৮ মে, ২০২১, ৪:৫৩

চেলসির সঙ্গে ড্র, ফাইনালের পথ কঠিন হলো রিয়ালের

২৮ এপ্রিল, ২০২১, ৬:৫৩

রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লিকে হারিয়ে শীর্ষে কোহলিরা

২৮ এপ্রিল, ২০২১, ৬:৫১

আরও ২/৩ দিন হাসপাতালে থাকতে হবে খালেদা জিয়াকে

২৮ এপ্রিল, ২০২১, ৬:৪৩

খাদ্যের সঙ্গে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতেও কাজ হচ্ছে: প্রধানমন্ত্রী

২২ মে, ২০২১, ১০:০৭

পপ সম্রাটের বিরদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রত্যাখান

২৮ এপ্রিল, ২০২১, ৬:৪০

ইউনেসকোর প্রেস ফ্রিডম পুরস্কার জিতলেন মারিয়া রেসা

২৮ এপ্রিল, ২০২১, ৬:৩৮

দিরাইয়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু, আহত ৩

২৮ এপ্রিল, ২০২১, ৬:৩৭

রাজধানীতে অভিযানে গ্রেফতার ৩০

২৮ এপ্রিল, ২০২১, ৬:৩৬

ওবায়দুল কাদের আপনি রেহাই পাবেন না: কাদের মির্জা

২৮ এপ্রিল, ২০২১, ৬:৩৩


উপরে