আফগানিস্তানের নারী শরণার্থীদের নিয়ে একটি ফুটবল দল গঠনের অনুমোদন দিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার তত্ত্বাবধানে এই দলটি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেবে।
ফিফা জানিয়েছে, বিদেশে শরণার্থী হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত আফগান নারী খেলোয়াড়দের নিয়ে এই দল গঠন করা হবে। প্রাথমিকভাবে এক বছরের পাইলট প্রকল্প হিসেবে এটি চালু হবে —যা সংস্থাটিকে এই প্রোগ্রামের দীর্ঘমেয়াদী সম্ভাবনা নির্ধারণে সাহায্য করবে।
দলটি গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফিফা কাউন্সিল।
ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো এই সিদ্ধান্তকে ‘একটি মাইলফলক’ আখ্যা দিয়ে বলেন, ‘ফিফা প্রতিটি মেয়েকে ফুটবল খেলার সুযোগ দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
ফিফার নিয়ম অনুযায়ী, দলগুলিকে ম্যাচ খেলার জন্য জাতীয় ফেডারেশনের স্বীকৃতি নিতে হয়। তবে আফগান ফুটবল ফেডারেশন তাদের নারী দলগুলিকে স্বীকৃতি দেয়নি, বরং দেশজুড়ে সব নারী ক্রীড়া নিষিদ্ধ করেছে। ২০১৮ সালের পর থেকে আফগানিস্তানের কোনো নারী দল কোনো অফিসিয়াল ম্যাচে অংশ নেয়নি।
সংবাদচিত্র ডটকম/খেলা