দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ২৫২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে বাংলাদেশ। শুরুতে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েও মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় কিছুটা বিপাকে পড়ে দলটি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৭৬ রানের ইনিংস এবং অভিষিক্ত জাকের আলি অনিকের শেষ মুহূর্তের ঝড়ো ক্যামিওতে সংগ্রহ বাড়িয়ে নেয় তারা।
শনিবার (৯ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শান্ত।
শুরুতে ওপেনার তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার দারুণ সূচনা করেন। ১৭ বল খেলে তানজিদ তামিম করেন ২২ রান। তবে আল্লাহ মোহাম্মদ গজানফারের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন তিনি। এরপর শান্ত এবং সৌম্য মিলে ৯৯ রানে দলকে নিয়ে যান, যেখানে পাওয়ার-প্লের ১০ ওভারে আসে ৫৯ রান। কিন্তু ৫৪ রান করে রিভিউ না নেওয়ার কারণে লেগ বিফোর হয়ে আউট হন সৌম্য।
মিডল অর্ডারের ব্যর্থতা আবারও মাথাচাড়া দিলে দলের ব্যাটিং মজবুত করার দায়িত্ব নেন শান্ত। মেহেদী হাসান মিরাজকে নিয়ে আরও একটি পঞ্চাশোর্ধ্ব জুটি গড়েন। তবে মিরাজ ২২ রান করে রাশিদ খানের গুগলিতে বোল্ড হন। এরপর তাওহীদ হৃদয়েরও ভাগ্য বদলায়নি; নাঙ্গিয়াল খারোতির বলে স্লগ সুইপ করতে গিয়ে আউট হন তিনি।
দলের ১৮৩ রানে শান্ত এবং মাহমুদউল্লাহ রিয়াদ এক ওভারেই আউট হলে দলের স্কোর কিছুটা চাপের মধ্যে পড়ে। অধিনায়ক শান্তর ৭৬ রানের ইনিংস থামে নাঙ্গিয়াল খারোতির বলে লং অফে ক্যাচ দিয়ে। তবে শেষদিকে অভিষিক্ত জাকের আলি অনিক ও নাসুম আহমেদের ৪৬ রানের জুটিতে বাংলাদেশ ২৫২ রানের সংগ্রহ দাঁড় করায়। জাকের মাত্র ২৭ বলে ৩৭ রান করে দলের সংগ্রহে মূল্যবান অবদান রাখেন।
এই ম্যাচে সিরিজ বাঁচানোর লক্ষ্যে জাকের আলির অভিষেক বাংলাদেশের জন্য দারুণ প্রেরণা হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয়, এই সংগ্রহ ডিফেন্ড করে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে জয় আদায় করতে পারে কিনা।
সংবাদচিত্র ডটকম/ক্রিকেট