সুপার ফোরে টানা দুই হারেই এশিয়া কাপের ফাইনাল স্বপ্ন কার্যত শেষ হয়ে যায় বাংলাদেশের। এরপর গত সোমবার পাকিস্তানের বিপক্ষে ভারত জয় তুলে নিলে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট থেকে বিদায় হয় টাইগারদের। আজ ওই ভারতের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামছে সাকিব আল হাসানের। হারানোর আর কিছু নেই বলে স্বস্তি নিয়ে টুর্নামেন্ট শেষ করার আশায় বাংলাদেশ।
আজ শুক্রবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় কলম্বোর প্রেমাদাসায় শুরু হবে এ লড়াই। আগেই ফাইনাল নিশ্চিত হওয়ায় বেশ ফুরফুরে মেজাজেই মাঠে নামবে ভারত। দলটির বিশ্রাম দিতে পারে বেশ কিছু ক্রিকেটারকে। বাংলাদেশ একাদশেও পরিবর্তন নিশ্চিত। পারিবারিক কারণে দেশে ফেরা মুশফিকুর রহিম এ ম্যাচ খেলছেন না। মুশফিক ছাড়াও একাদশে আসতে যাচ্ছে আরও অদল-বদল।
আসরে এখন পর্যন্ত অপরাজিত ভারতকে শেষ ম্যাচেও বড় মানছেন ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দেওয়া সাকিব আল হাসান। ম্যাচের আগেরদিন গণমাধ্যমে তিনি বলেন, ‘আমরা যদি ভারতের বিপক্ষে জিতে দেশে ফিরতি পারি তাহলে এটা আমাদের জন্য অবশ্যই ভালো দিক হবে। এই ম্যাচে আর অন্যকিছু চাই না, শুধু জিততেই চাই। পুরো ইন্ডিয়া টিমই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এটা বলতে পারি ম্যাচটা সহজ হবে না। আমরা জেতার জন্যই খেলব।’
এদিকে, ফাইনালে উঠতে না পারলেও বাংলাদেশকে সমীহ করছে ভারতীয় দল। ম্যাচের আগের দিন এমনটাই জানিয়েছেন ভারতীয় বোলিং কোচ পরশ মাম্বরে। বাংলাদেশ দল প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দৃষ্টিকোণ থেকে বলব, আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। প্রত্যেক দলই চ্যালেঞ্জিং। এই গেমও ভিন্ন কিছু নয়। বাংলাদেশ ভালো একটি দল। আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে যেকোনো দলের বিপক্ষেই, যথারীতি বাংলাদেশের বিপক্ষেও।’
সংবাদচিত্র ডটকম/ক্রিকেট