জাতীয় নাগরিক কমিটির নেত্রী দিলশাদ আফরিনকে গ্রেফতার করেছে পুলিশ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। ফাউন্ডেশনটি জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সহায়তার উদ্দেশ্যে গঠিত হয়েছিল। অভিযোগ রয়েছে, এ সুযোগকে কাজে লাগিয়ে দিলশাদ অসহায় পরিবারগুলোর কাছ থেকে টাকা আদায় করেন।
রমনা থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম জানিয়েছেন, গত মঙ্গবার (৮ এপ্রিল) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। আর্থিক সহায়তার আশ্বাস দিয়ে দিলশাদ আফরিন ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। তার বিরুদ্ধে কল রেকর্ড ও হোয়াটসঅ্যাপ বার্তায় প্রতারণার প্রমাণ পাওয়া গেছে।
ওসি গোলাম ফারুক বলেন, তিনি শহীদ পরিবার ও আহতদের কাছ থেকে ২০ হাজার, ৫০ হাজার, এমনকি ১ লাখ টাকা পর্যন্ত নিয়েছেন। নাগরিক কমিটির সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
জাতীয় নাগরিক কমিটির সাবেক কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আল আমিন জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৮ এপ্রিল দিলশাদ আফরিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
তিনি বলেন, শহীদের পরিবারের নাম ভাঙিয়ে কেউ যেন প্রতারণা না করতে পারে, সে জন্য আমরা সজাগ রয়েছি। দিলশাদের কর্মকাণ্ডে আমরা বিব্রত।
ভুক্তভোগীদের একাংশ জানিয়েছে, দিলশাদ বিভিন্ন সময়ে ফোন ও মেসেজে জানাতেন যে, তারা জুলাই ফাউন্ডেশন থেকে সহায়তা পাবেন। তবে আগে কিছু ‘প্রক্রিয়াগত খরচ’ দিতে হবে। অনেকে বিশ্বাস করে নগদ টাকা দেন। পরে আর কোনো সহায়তা পাননি।
পুলিশ জানিয়েছে, দিলশাদ আফরিনের প্রতারণার পরিমাণ আরও বেশি হতে পারে। তার মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস জব্দ করে তদন্ত চলছে।
সংবাদচিত্র ডটকম/অপরাধ