সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে অভিনেত্রীকে অশ্লীল বার্তা পাঠানোয় ২৭ বছর বয়সী এক টিভি অভিনেতা ও প্রযোজককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের মুম্বাইতে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।
স্থানীয় থানার পুলিশ এ ঘটনার পর অভিযান চালিয়ে শুক্রবার ওই অভিনেতাকে গ্রেপ্তার করে। ওই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে নারী সেজে অভিনেত্রীর বন্ধু এবং আত্মীয় স্বজনকে বিভিন্ন ধরনের অশ্লীল বার্তা পাঠাত।
এ ঘটনার পর ভুক্তভোগী অভিনেত্রী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পরে ৩৫৪ ও ৫০৬ নম্বর ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়। তবে পুলিশ ভুক্তভোগী অভিনেত্রী ও গ্রেপ্তার টিভি অভিনেতার বিষয়ে বিস্তারিত জানায়নি।
সংবাদচিত্র ডটকম/বলিউড