ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার বীর মুক্তিযোদ্ধা রতন কুমার ভক্ত (৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
জানা গেছে, গত মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তার ব্যক্তিগত কাজে রাণীশংকৈল থেকে ঢাকায় আসেন। বীর মুক্তিযোদ্ধা রতন কুমার শনিবার (৮ জানুয়ারী) সকালে হৃদরোগে আক্রান্ত হলে তাৎক্ষণিক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯ টায় তিনি পরলোক গমন করেন।
রতন কুমার ছিলেন একজন অভিনেতা, শিল্পী ও সু-কন্ঠের অধিকারী। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অনেক আত্মীয়- শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
রাণীশংকৈলের বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান জানান, রবিবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় মর্যাদা শেষে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং দেশের মানুষ চিরদিন এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ রাখবে বলে মন্তব্য করেন।
সংবাদচিত্র/সারাদেশ