নাইজেরিয়ার উত্তরপশ্চিমের জামফারা রাজ্যে একটি সোনার খনির অংশ ধসে অন্তত ১০০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও বেঁচে ফেরা শ্রমিকদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জাতিসংঘ সদর দপ্তরের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে মারধর, বিএনপির কর্মী গ্রেপ্তার
বৃহস্পতিবার মারুর কাদাউরি খনি এলাকায় খোঁড়া একটি গর্ত হঠাৎ ধসে পড়লে ভূগর্ভে কাজ করা বহু স্থানীয় খনি শ্রমিক আটকা পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধসের সময় শতাধিক শ্রমিক খনির ভেতরে অবস্থান করছিলেন।
স্থানীয় বাসিন্দা সানুসি আউয়াল জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে তার এক ভাইও রয়েছেন। তিনি বলেন, “আমরা জীবিত উদ্ধার হয়েছি বলে ভাগ্যবান। শতাধিক লোকের মধ্যে মাত্র ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।”
জামফারা রাজ্যের খনি শ্রমিক সংস্থার কর্মকর্তা মোহাম্মাদু ইসা ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের বের করে আনার চেষ্টা করার সময় অনেক উদ্ধারকারীও শ্বাসকষ্টে ভুগেছেন। শুক্রবার পর্যন্ত উদ্ধার অভিযান চলমান ছিল।
এ ঘটনায় জামফারা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জামফারায় অবৈধ খনন স্বাভাবিক ঘটনা। সাধারণত এসব খনির নিয়ন্ত্রণ থাকে সশস্ত্র গ্যাংদের হাতে। এ কারণে সেখানে সহিংসতা ও প্রাণঘাতী দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।
সংবাদচিত্র ডটকম/আন্তর্জাতিক