জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি বলেন, “যদি কারও বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, ঘুষ বা দুর্নীতির অভিযোগ উঠে বা গণমাধ্যমে তা প্রকাশিত হয়, দুদক সে বিষয়ে তদন্ত শুরু করে। গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অভিযোগ আমরা গুরুত্ব সহকারে নিয়েছি এবং তদন্ত শুরু করেছি। খুব শীঘ্রই তদন্ত শেষ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তানভীরের বিরুদ্ধে দুটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। একটি হলো, জেলা প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্য ।
এই অভিযোগের ভিত্তিতে এনসিপি তাকে সাময়িকভাবে বরখাস্ত করে এবং দলীয়ভাবে নোটিশ পাঠানো হয়।
দুদক সূত্রে জানা গেছে, এসব অভিযোগের সাথে জড়িত ব্যক্তিদের সাথেও যোগাযোগ করা হচ্ছে এবং তানভীরের সম্পদ ও লেনদেন সংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
সংবাদচিত্র ডটকম/দুদক