অবশেষে জামিন পেয়েছেন মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল।
আজ রোববার (১০ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহারাত আক্তার ভূঁইয়া শুনানি শেষে এ জামিন আদেশ দেন।
এর আগে গত ২৩ ও ২৮ এপ্রিল দুই দফায় জামিন আবেদন করলেও বিচারক নাকচ করে দেন। গত ২২ মার্চ ধর্ম অবমাননার কথিত অভিযোগ এনে হৃদয় চন্দ্র মণ্ডলকে গ্রেপ্তার করা হয়।
পরদিন আদালতে তোলা হয় তাকে। সেদিন বিচারক জামিন আবেদন গ্রহণ করেননি। এর পর ২৮ মার্চ আবারও জামিন আবেদন করা হলে সেদিনও জামিন পাননি হৃদয়।
এরপর গত মঙ্গলবার (৫ এপ্রিল) জজ আদালতে জামিনের জন্য আবেদন করেন হৃদয় মণ্ডলের আইনজীবী শাহিন মোহাম্মদ আমানুল্লাহ। সেই আদালত আজ তাকে জামিন দিলেন।
উল্লেখ্য, ক্লাস চলাকালে ধর্ম অবমাননার অভিযোগ উঠে বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় বিচারের দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে না পেরে প্রধান শিক্ষক আলাউদ্দিন আহম্মেদ পুলিশকে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং শিক্ষক হৃদয় মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
পরে বিদ্যালয়ের ইলেকট্রিশিয়ান আসাদ বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে ধর্মানুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা করেন।
সংবাদচিত্র/আইন ও বিচার