রবিবার, ৪ মে ২০২৫ , ২১ বৈশাখ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. দুদক
  3. এলজিইডি কর্মকর্তাদের দুর্নীতি তদন্তে দুদক

এলজিইডি কর্মকর্তাদের দুর্নীতি তদন্তে দুদক

এলজিইডির দুর্নীতি তদন্তে মাঠে নেমেছে দুদক। কাজ করছে দুদকের উপপরিচালক আজিজুল হকের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি।

শত শত কোটি টাকা তছরুপ আর নিয়োগ বাণিজ্যের অভিযোগ যাদের বিরুদ্ধে তারা হলেন- সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান, আলী আকতার হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মঞ্জুর আলী ও নির্বাহী প্রকৌশলী আবদুর রউফ।

এছাড়াও গত ৫ আগস্টের পর এলজিইডিতে নিয়োগ,বদলী, প্রকল্প পরিচালক নিয়োগে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ আমলে নিয়ে এবং চলমান দুর্নীতি তদন্তে কাজ করছে দুদক। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীসহ নানা পদে যে-সব বদলি ও পদায়ন করা হয়েছে তারও তথ্য চেয়েছে দুদক।

২০১০ সাল থেকে অদ্যাবধি যত নিয়োগ, পদোন্নতি, বদলি ও পদায়ন হয়েছে তার কপি চেয়ে বর্তমান প্রধান প্রকৌশলী আবদুর রশীদ মিয়াকে চিঠি দিয়েছে দুদকের টিম। সোমবারের (২৮ এপ্রিল) মধ্যে সকল ডকুমেন্ট দুদকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তা জমা দেয়নি বলে জানিয়েছে দুদক।

জানা গেছে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মঞ্জুর আলী, নির্বাহী প্রকৌশলী আবদুর রউফ ও সিনিয়র সহকারী প্রকৌশলী (প্রশাসন) শফিকুল ইসলাম এসব বদলি বাণিজ্যে সরাসরি জড়িত। এ ছাড়া ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সাবেক প্রধান প্রকৌশলী আলী আকতার হোসেনকে জিম্মি করে একচেটিয়া বদলি বাণিজ্য করেন তারা।

সূত্র জানায়, প্রকৌশলী মঞ্জুর আলীর চাকরির বয়স ৬ মাসের কম থাকলেও মোটা অংকের টাকার বিনিময়ে তিনি প্রকল্প পরিচালক হয়েছেন, যা বেআইনি। তিনি প্রকল্প পরিচালক হয়েই ২ থেকে ৩ শ জনকে নিয়োগ দিয়েছেন। এসব নিয়োগেও মোটা অংকের আর্থিক লেনদেন হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনসহ কয়েকজন উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি খবর গণমাধ্যম বেরিয়ে আসে। জানা গেছে এলজিইডিতে সবচেয়ে বেশি তদবির বাণিজ্য করেছেন মোয়াজ্জেম হোসেন। তার কারণে এলজিইডিতে তখনকার সময়ের কারো বদলি বা শাস্তি হয়নি। শেখ হাসিনা ও তাজুল ইসলামের দোসররা এখনও বহাল তবিয়তে রয়েছে। বিভিন্ন প্রকল্পের পরিচালক, গুরুত্বপূর্ণ সকল জেলায় ওইসব কর্মকর্তারা বীরদর্পে চাকরি করে যাচ্ছে। পুলিশ ও প্রশাসনসহ সকল পর্যায়ে পরিবর্তন করা হলেও এলজিইডিতে পরিবর্তনের ছোঁয়া লাগেনি। ফলে বিগত দিন যারা বঞ্চিত ছিলেন তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

এদিকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় দু’টি রাস্তা উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চার প্রকৌশলী এবং দুই ঠিকাদারের বিরুদ্ধে দু’টি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত রবিবার (২৭ এপ্রিল) টাঙ্গাইল জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. বাসেদ আলী টাঙ্গাইলের সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা দু’টি দায়ের করেন। দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারাসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে।

একটি মামলার আসামিরা হলেন- ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফ্রেন্ডস কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী শহীদুর রহমান খান, এলজিইডির টাঙ্গাইলের সাবেক নির্বাহী প্রকৌশলী (বর্তমানে এলজিইডি প্রধান কার্যালয়ের মনিটরিং ও মূল্যায়ন শাখায় কর্মরত) রফিকুল ইসলাম, নাগরপুরের সাবেক উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান (বর্তমানে বিদেশে শিক্ষা ছুটিতে), একই উপজেলার উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম খান এবং মাইনুল হক (বর্তমানে ঘাটাইলে কর্মরত)।

অপর মামলায় আসামি করা হয়েছে- ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সৈয়দ মজিবর রহমানের স্বত্বাধিকারী সৈয়দ মজিবর রহমান এবং এলজিইডির টাঙ্গাইলের সাবেক নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, নাগরপুরের সাবেক উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান ও উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম খানকে।

মামলার এজাহার সূত্রে প্রকাশ, ময়মনসিংহ রিজিওনাল রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমআরআরআইডিপি) প্রকল্পের আওতায় নাগরপুরের তেবাড়িয়া জিসি-দপ্তিয়র ইউপিসি অফিস সড়কে বিসি দ্বারা উন্নয়ন কাজে ডাব্লিউবিএম ও সাববেইজের ৬ লাখ ৫১ হাজার ৫০৯ টাকার কাজ কম করা হয়। এছাড়া, ৭৫ মিটার সড়কের কোনো কাজ না করেই ৩ লাখ ৫৮ হাজার ০৩৬ টাকা অর্থাৎ মোট ১০ লাখ ৯ হাজার ৫৪৫ টাকা আত্মসাৎ করা হয়। একই রাস্তায় প্রাইম কোট এবং ২৫ এমএম থিক কমপ্যাকটেড ডেন্স কার্পেটিংয়ের কোনো কাজ না করেই পরস্পর যোগসাজশে ৩১ লাখ ১ হাজার ৫৯১ টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে।

অপরদিকে এমআরআরআইডিপি প্রকল্পের আওতায় নাগরপুরের সিংজোড়া-গয়হাটা (ভাররা জিসি-সলিমাবাদ আরডিএস ভায়া গয়হাটা ইউপি) ১১০০ মিটার দৈর্ঘ্যের সড়কে বিসি সার্ফেস উন্নয়ন কাজে প্রাইম কোট এবং ২৫ এমএম ঠিক কমপ্যাকটেড ডেন্স কার্পেটিংয়ের কোনো কাজ না করেই ২১ লাখ ৫৭ হাজার ৫১০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে।

টাঙ্গাইল জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপপরিচালক ফখরুল ইসলাম জানান, রাস্তা নির্মাণে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে গত ২০ এপ্রিল একটি এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। এলজিইডির নির্বাহী প্রকৌশলী, নাগরপুরের উপজেলা প্রকৌশলী কার্যালয়ে নিরপেক্ষ প্রকৌশলী, প্রকল্প সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলী, বর্তমানে কর্মরত উপজেলা প্রকৌশলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই অভিযান পরিচালিত হয়। প্রকল্পের বাস্তবায়ন দেখানো রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করে নিরপেক্ষ প্রকৌশলী দ্বারা পরিমাপ গ্রহণ করা হয়।
তিনি বলেন, তদন্তে কাজ না করেই পরস্পর যোগসাজশে বিল উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগ প্রাথমিকভাবে আসামিদের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে।

দুদক সূত্র জানায় জানা, ভুক্তভোগীদের নানা অনিয়মের অভিযোগে ভিত্তিতে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট হতে ঢাকাসহ সারাদেশের ৩৬টি জেলা-উপজেলা পর্যায়ের কার্যালয়গুলোতে এক সঙ্গে অভিযান পরিচালিত হচ্ছে।

যে ৩৬টি এলজিইডি কার্যালয়ে অভিযান পরিচালিত হচ্ছে সেগুলো হলো– স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি ভবন, আগারগাঁও, ঢাকা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মোড়েলগঞ্জ, বাগেরহাট; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মুলাদী, বরিশাল; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর, শিবগঞ্জ, বগুড়া; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কমলনগর, লক্ষ্মীপুর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রামু, কক্সবাজার; নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, আনোয়ারা, চট্টগ্রাম; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চৌদ্দগ্রাম, কুমিল্লা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কেরাণীগঞ্জ, ঢাকা; নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, দিনাজপুর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গোয়ালন্দ, রাজবাড়ী; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গাজীপুর সদর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কোটালীপাড়া, গোপালগঞ্জ; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কমলগঞ্জ, মৌলভীবাজার; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাঘারপাড়া, যশোর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, শ্রীপুর, মাগুরা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বটিয়াঘাটা, খুলনা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কিশোরগঞ্জ সদর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উলিপুর, কুড়িগ্রাম; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, দৌলতপুর, কুষ্টিয়া; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জাজিরা, শরীয়তপুর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ত্রিশাল, ময়মনসিংহ; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বন্দর, নারায়ণগঞ্জ; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কবিরহাট, নোয়াখালী; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, নওগাঁ সদর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, তাড়াশ, সিরাজগঞ্জ; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পটুয়াখালী সদর; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, নাজিরপুর, পিরোজপুর; নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ফুলছড়ি, গাইবান্ধা; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জগন্নাথপুর, সুনামগঞ্জ; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ভুঞাপুর, টাঙ্গাইল; উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, তেঁতুলিয়া, পঞ্চগড়; নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জামালপুর এবং উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কাপ্তাই, রাঙ্গামাটি।

সংবাদচিত্র ডটকম/দুদক

২৬৬ সাংবাদিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ

৩ মে, ২০২৫, ৭:৩১

আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় হেফাজতও

৩ মে, ২০২৫, ৭:১৫

অনিয়ম-দুর্নীতি উন্মোচনে ক্রীড়াঙ্গনে নতুন সংগঠন

৩ মে, ২০২৫, ৬:৪৯

প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের নিঃশর্ত মুক্তির দাবি

৩ মে, ২০২৫, ৬:২১

আইপিএলের মাঝেই ভারতে আরো এক টি-টোয়েন্টি লিগ

৩ মে, ২০২৫, ৬:১৬

পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করল ভারত

৩ মে, ২০২৫, ৫:৪৪

সন্ধ্যায় যৌথ সভার ডাক দিয়েছে বিএনপি

৩ মে, ২০২৫, ৫:৩৮

নতুন কর্মসূচি ঘোষণা হেফাজতের

৩ মে, ২০২৫, ৫:৩৪

আবরার ফাহাদ হত্যাকান্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করলো হাইকোর্ট

৩ মে, ২০২৫, ৫:২৫

বিমানের প্রস্তাব ফিরিয়ে দিলেন খালেদা জিয়া

৩ মে, ২০২৫, ২:৪৯

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে : নাহিদ ইসলাম

২ মে, ২০২৫, ৭:৪৫

বন্ধ হয়ে গেছে দেশীয় এয়ারলাইন্স নভোএয়ারের ফ্লাইট

২ মে, ২০২৫, ১০:৩৭

পবিত্র মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু

২ মে, ২০২৫, ৭:৩৬

জোবাইদার ৪ ধরনের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি বিএনপির

২ মে, ২০২৫, ১০:৪৭

চেলসির সঙ্গে ড্র, ফাইনালের পথ কঠিন হলো রিয়ালের

২৮ এপ্রিল, ২০২১, ৬:৫৩

বিডিআর কমিশন প্রধানের বক্তব্য সরকার সমর্থন করে না: পররাষ্ট্র মন্ত্রণালয়

২ মে, ২০২৫, ৭:২৯

দুর্নীতি করে অঢেল টাকার মালিক কে এই ‘আলাউদ্দিন মোল্লা’?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:৩০

ঈদের পর এখনো চালু হয়নি ১১ গার্মেন্টস

২১ এপ্রিল, ২০২৫, ৬:৩৭

বেনজীরের বিরুদ্ধে বোট ক্লাবের ৩২ কোটি টাকা লোপাটের অভিযোগ

১৮ এপ্রিল, ২০২৫, ৮:৩৯


উপরে