প্রকাশের সময়: সোমবার, ৭ জুন, ২০২১ । ১:৩২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৯ মে ২০২৫
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রামেকে করোনায় ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টার পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া সাতজনের মধ্যে তিনজন চাঁপাইনবাবগঞ্জ জেলার। অন্যদের মধ্যে রাজশাহীর একজন, নওগাঁর একজন, পাবনার একজন এবং নাটোরের একজন রয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, রোববার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ২৩৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদচিত্র/ডিএস/এফবি/এমএম

প্রিন্ট করুন