প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১ । ৪:২৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১২ মে ২০২৫

মিরপুরে আলাউদ্দিন বাবুর হ্যাটট্রিক

সংবাদচিত্র স্পোর্টস:

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টুয়েন্টি আসরের দশম ম্যাচে এসে হ্যাটট্রিকের দেখা মিলল। শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্রাদ্রার্স ইউনিয়নের পেসার আলাউদ্দিন বাবু লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে টানা তিন বলে উইকেট তুলেছেন।

আলাউদ্দিনের দুর্দান্ত বোলিংয়ে রূপগঞ্জ ১১১ রানে গুটিয়ে যায়। জবাবে ওপেনার মিজানুর রহমানের অনবদ্য ৭৪ রানের সুবাদে ৮ উইকেটের জয় পায় ব্রাদার্স।

মিরপুরে রূপগঞ্জের ব্যাটিং ইনিংসের ১৮তম ওভারের ৫ম এবং ৬ষ্ঠ বলে যথাক্রমে সোহাগ গাজী (২) এবং মুক্তার আলীকে (৬) আউট করেন আলাউদ্দিন। পরে ২০তম ওভারের প্রথম বলে নাবিল সামাদকে (০) আউট করে হ্যাটট্রিকের স্বাদ নেন। ৩.১ ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন ডানহাতি পেসার।

সহজ লক্ষ্য তাড়ায় ব্রাদার্সের দুই ওপেনার জুনায়েদ সিদ্দিকী ও মিজানুর এনে দেন দারুণ সূচনা। ১৯ বলে ২১ রান করে জুনায়েদ ফিরলে ভাঙে ৫৩ রানের উদ্বোধনী জুটি।

তিন নম্বরে ব্যাট করতে নেমে জাহিদুজ্জামান ধীরগতিতে ব্যাটিং করলেও অপরপ্রান্তে রানের চাকা সচল রাখেন মিজানুর। ব্রাদার্স অধিনায়ক ৬টি চার ও একটি ছক্কার সাহায্যে ৪১ বলে অর্ধশতক তুলে নেন।

পরে আরও আগ্রাসী ব্যাটিং করেন ডানহাতি ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ৫২ বলে ৭৪ রান করে মোহাম্মদ শহিদের বলে সাজঘরে ফেরেন মিজানুর। ১৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১১২ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় ব্রাদার্স।

প্রিন্ট করুন