প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১ । ৯:২২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

চিকিৎসক ও আইনজীবীদের আয় করের আওতায় চায় দুদক

সংবাদচিত্র রিপোর্ট

চিকিৎসক ও আইনজীবীদের আয়ে কর আরোপ করতে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির সচিব মুহা. আনোয়ার হোসেন হাওলাদার।

তিনি জানান, সম্প্রতি দুদকের পক্ষ থেকে এনবিআর চেয়ারম্যানকে পাঠানো ওই চিঠিতে আইনজীবী ও চিকিৎসকদের আয়ের ওপর কর আরোপ করতে ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের অধীনে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

সচিব বলেন, আমরা চাইছি যে, সেবার জন্য ডাক্তার এবং আইনজীবী ক্লায়েন্টদের থেকে যে টাকা গ্রহণ করেন, এই ক্ষেত্রে যদি তাদের (সেবাগ্রহীতা) কাছ থেকে অর্থ গ্রহণ করে রসিদ দেয়া হয়, তাহলে এটি এনবিআরের হিসাবে আসে।

সচিব আরও বলেন, তখন ট্যাক্স ফাইলটা আপডেট করা সহজ হবে। সরকারের রাজস্ব আয় বাড়বে। এটা কমিশনের একটা অবজারভেশন, এনবিআরকে চিঠি দেয়া হয়েছে।

সংবাদচিত্র/দুদক

প্রিন্ট করুন