প্রকাশের সময়: বুধবার, ১ অক্টোবর, ২০২৫ । ৪:১২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বুধবার (১ অক্টোবর) সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হন তামিম। দীর্ঘদিন ধরেই তাকে নিয়ে নির্বাচনী মাঠে আলোচনার ঝড় চলছিল। তবে শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি করে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই ব্যাটসম্যান।
তামিমের প্রার্থিতা প্রত্যাহারের খবরটি নিশ্চিত করেছেন বিসিবির একজন পরিচালক পদপ্রার্থী। যদিও তামিম নিজে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

গত কয়েক সপ্তাহ ধরেই নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন তামিম ইকবাল। নির্বাচনকে ঘিরে অসচ্ছতা ও দলবাজির অভিযোগ তুলে তাঁর ঘনিষ্ঠ মহল থেকে বারবার প্রশ্ন তোলা হচ্ছিল। সব মিলিয়ে শেষ মুহূর্তে সরে দাঁড়ানো ছিল অনেকটাই প্রত্যাশিত।

বিসিবি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল আজ দুপুর ১২টা।

তামিম ইকবালের মতো আজ আরও কয়েকজন প্রভাবশালী প্রার্থীও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবু।

এই সিদ্ধান্তগুলো নির্বাচনের গতিপথে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বোর্ড সংশ্লিষ্টরা।

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচন হবে তিনটি ক্যাটাগরিতে:

১. জেলা ও বিভাগীয় ক্যাটাগরি: ১০ পরিচালক (৭১ জন কাউন্সিলরের ভোটে)

২. ক্লাব ক্যাটাগরি: ১২ পরিচালক (৭৬ জন কাউন্সিলরের ভোটে)

৩. বিশ্ববিদ্যালয় ও সংস্থা ক্যাটাগরি: ১ পরিচালক (৪৫ জন কাউন্সিলরের ভোটে)
পরিচালক নির্বাচনের পর, নির্বাচিত ২৫ জন পরিচালকের মধ্য থেকে ভোটে নির্ধারিত হবে বিসিবির নতুন সভাপতি।

সংবাদচিত্র ডটকম/ক্রিকেট

প্রিন্ট করুন