প্রকাশের সময়: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ । ৫:১৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচনী মাঠে তারকাদের পদচারণায় মুখর বিসিবি

করিম রেজা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে তারকাদের পদচারণা। মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়ার মাধ্যমে জমে উঠছে নির্বাচনী আমেজ। ইতোমধ্যেই সাবেক জাতীয় ক্রিকেটার থেকে শুরু করে প্রভাবশালী ক্রীড়া সংগঠকরা আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন।

ক্লাব ক্যাটাগরিতে মনোনয়ন নিয়েছেন সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক ফারুক আহমেদ। ক্রিকেট প্রশাসনে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি এবার তিনি সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নাম লিখিয়েছেন।

অন্যদিকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল পুরনো ডিওএইচএস থেকে কাউন্সিলরশিপ সংগ্রহ করেছেন। এর ফলে বিসিবির নির্বাচনী দৌড়ে তার আনুষ্ঠানিক উপস্থিতি নিশ্চিত হলো।

এছাড়া জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে মনোনয়নপত্র নিয়েছেন বর্তমান নির্বাচক ও সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। দীর্ঘদিন মাঠে বল হাতে লড়াইয়ের পর এবার তিনি ক্রিকেট প্রশাসনে অবদান রাখতে চান।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রভাবশালী সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে এবারের বিসিবি নির্বাচন হবে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আলোচিত। নির্ধারিত সময়ের মধ্যে আরও অনেক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে ধারণা করা হচ্ছে।

ক্রিকেট বোর্ডের নির্বাচনকে ঘিরে এই প্রাণচাঞ্চল্য ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সংবাদচিত্র ডটকম/ক্রিকেট

প্রিন্ট করুন