প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:২৮ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

সাকিবকে ছাড়িয়ে ভারতের বিপক্ষে ইতিহাস গড়লেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

সাকিবকে ছাড়িয়ে ভারতের বিপক্ষে ইতিহাস গড়লেন মোস্তাফিজ সাকিবকে ছাড়িয়ে ভারতের বিপক্ষে ইতিহাস গড়লেন মোস্তাফিজ৷ – ছবি: সংগৃহিত

অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। ভারতের বিপক্ষে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচেই টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে ইতিহাস গড়লেন মুস্তাফিজুর রহমান।

দিনের শুরুতে ছিল মাত্র এক উইকেটের অপেক্ষা। সেটিই তুলে নিয়ে কাটার মাস্টার প্রবেশ করেছেন এক ঐতিহাসিক ক্লাবে।

এখন তার ঝুলিতে রয়েছে ১৫০ টি-টোয়েন্টি উইকেট, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। এতদিন এই রেকর্ড ছিল সাকিব আল হাসানের, যিনি ১২৯ ম্যাচে নিয়েছিলেন সমান ১৪৯ উইকেট।
মোস্তাফিজ এই মাইলফলকে পৌঁছালেন মাত্র ১১৭ ম্যাচেই। বাংলাদেশের হয়ে শীর্ষে উঠেই মোস্তাফিজ ঢুকে গেলেন বিশ্বের মাত্র চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের ক্লাবে।

এর আগে আফগানিস্তানের রশিদ খান (১৭৩), নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪) এবং ইশ সোদি (১৫০) এই কৃতিত্ব গড়েছেন।
২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে অভিষেকেই ৪ ওভারে ২০ রানে ২ উইকেট নিয়ে আলো ছড়িয়েছিলেন মোস্তাফিজ। এরপর থেকেই হয়ে উঠেছেন বাংলাদেশের পেস আক্রমণের ভরসা।

এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে আছেন ফিজ। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে ২৮ রানে ৩ উইকেট এবং সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ রানে ৩ উইকেট নিয়ে দলকে জয় এনে দেন তিনি। ভারতের বিপক্ষেও নিজের ধারাবাহিকতা ধরে রেখে গড়লেন ঐতিহাসিক মাইলফলক।

সংবাদচিত্র ডটকম/ক্রিকেট

প্রিন্ট করুন