প্রকাশের সময়: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ । ৪:৫৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

সংস্কারবাদী পার্টিকে নিবন্ধন না দিতে ইসিতে চিঠি

সংবাদচিত্র রিপোর্ট

বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)-কে নিবন্ধন না দিতে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিবের কাছে চিঠি দিয়েছে জুলাই গবেষণা কেন্দ্র (জেআরসি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সংগঠনটির মুখপাত্র অপু মেহেদী এ চিঠি জমা দেন। চিঠির সঙ্গে দলটির মহাসচিব মো. তহিদুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান নুজহাত সারওয়াত তমার বিরুদ্ধে ১৩৪ পৃষ্ঠার দালিলিক প্রমাণ সংযুক্ত করা হয়েছে।

জেআরসির অভিযোগ অনুযায়ী, দলটির চেয়ারম্যান সোহেল রানা লন্ডনে অবস্থান করায় সশরীরে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন না। মহাসচিব তহিদুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের একাধিক হত্যা মামলার আসামি এবং জাল টাকা ছাপানোর অভিযোগে র‍্যাবের হাতে ধরা পড়েছিলেন। ভাইস চেয়ারম্যান নুজহাত সারওয়াত তমাও হত্যা মামলার আসামি এবং তার বিদেশ ভ্রমণে আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন। অপর ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানকেও মামলাবাজ চক্রের সদস্য ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সংগঠনটি আরও জানিয়েছে, বিআরপি দলের প্রতিষ্ঠার তারিখ নিয়ে তথ্য গোপন করেছে। তাদের প্যাডে ১৯ জুলাই ২০২৪ উল্লেখ থাকলেও প্রকৃতপক্ষে আত্মপ্রকাশ হয় ওই বছরের ১৫ নভেম্বর, যেখানে দুর্নীতির মামলায় কারাগারে থাকা নাজমুল আহসান কলিমুল্লা প্রধান অতিথি ছিলেন।

সংবাদচিত্র ডটকম/রাজনীতি

প্রিন্ট করুন