প্রকাশের সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ । ৬:৫৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

চাকসু নির্বাচন: ভিপি পদে ২৫, জিএস পদে ২২ জনসহ ৪২৯ জনের মনোনয়ন জমা

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জমে উঠেছে প্রার্থিতার প্রতিযোগিতা। ৩৫ বছর পর আয়োজিত এ নির্বাচনে মোট ৪২৯ জন শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুক্রবার রাতে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী এ তথ্য জানান।

মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল বৃহস্পতিবার। যদিও বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৫২৯ জন ফরম সংগ্রহ করেছিলেন, শেষ পর্যন্ত জমা পড়েছে ৪২৯টি মনোনয়ন।

শীর্ষ তিন পদে প্রতিযোগিতা বেশ জমজমাট। ভিপি পদে ২৫ জন, জিএস পদে ২২ জন এবং এজিএস পদে ২২ জন প্রার্থী হয়েছেন। এছাড়া বিভিন্ন সম্পাদক ও সহ-সম্পাদক পদের জন্যও প্রচুর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে ১২, সহ-খেলাধুলা সম্পাদক পদে ১৫, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৮, সহ-সাহিত্য সম্পাদক পদে ১৬, দপ্তর সম্পাদক পদে ১৮, সহ-দপ্তর সম্পাদক পদে ১৪ জন মনোনয়ন জমা দেন। ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১২ এবং সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১১ জন লড়বেন।

বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে ১১, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক পদে ১৩, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে ২০, স্বাস্থ্য সম্পাদক ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদে ১৭ জন করে, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ১৬, যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ২০, সহ-যোগাযোগ সম্পাদক পদে ১৪, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ১১ এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ২১ জন মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া পাঁচটি নির্বাহী সদস্য পদের বিপরীতে জমা পড়েছে ৮৪টি ফরম।

নির্বাচনী তফসিল অনুযায়ী, রোববার প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে সোমবার প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ২৪ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, এবং ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর।

এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নয়টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে ছাত্রদল এককভাবে অংশ নিচ্ছে। ইসলামী ছাত্র শিবির অংশ নিচ্ছে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দিয়েছে ‘দ্রোহ পর্ষদ’, ইসলামী ছাত্র আন্দোলন অংশ নিচ্ছে ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামে, আর স্বতন্ত্রদের নিয়ে লড়বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’।

দীর্ঘ প্রায় তিন দশক পর আয়োজিত চাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। শিক্ষার্থীদের প্রত্যাশা, এবার একটি অবাধ, সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদচিত্র ডটকম/শিক্ষা ও রাজনীতি

প্রিন্ট করুন