শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওসহ অন্যান্য অনলাইন আবেদনের ক্ষেত্রে ব্যবহৃত পাসওয়ার্ড সংরক্ষণে শিথিলতা দেখা দেয়ায় প্রতিষ্ঠান প্রধানদের এ সব অনলাইন আবেদন কার্যক্রম ওই শিক্ষাপ্রতিষ্ঠানের আইসিটি শিক্ষক-আইসিটিতে দক্ষ শিক্ষক-অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের মাধ্যমে করার জন্য বিশেষভাবে বলা হয়েছে। অন্যথায় প্রতিষ্ঠান প্রধানের গাফিলতিজনিত কারণে পাসওয়ার্ড সংক্রান্ত কোনো জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন বলে জানানো হয়েছে।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষার রাজশাহী অঞ্চলের পরিচালকের কার্যালয় থেকে প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো এক চিঠিতে এই সর্তকবার্তা দেয়া হয়েছে। চিঠিতে বিষয়টি অতীব জরুরি উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার আবেদন সাবমিট করা, এমপিও সংক্রান্ত আবেদন (নতুন এমপিওভুক্তি, পদোন্নতির আবেদন, উচ্চতর স্কেলের আবেদন, ইনডেক্স ডিলিট/রিলিজ এর আবেদন), প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদকরণ, শিক্ষার্থীদের বৃত্তি/উপবৃত্তি সংক্রান্ত কার্যক্রম পরিচালনাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের বিবিধ অনলাইন কার্যক্রম পরিচালনায় বিভিন্ন ইউজার আইডি ও সংশ্লিষ্ট পাসওয়ার্ড ব্যবহারের প্রয়োজন হয়। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু প্রতিষ্ঠান তাদের ব্যবহৃত বিবিধ পাসওয়ার্ড বিশেষ করে এমপিও পাসওয়ার্ড সংরক্ষণে শিথিলতা প্রদর্শন করছেন এবং বারংবার পাসওয়ার্ডের জন্য আঞ্চলিক কার্যালয়ে আবেদন করছেন। আরও লক্ষ্য করা যাচ্ছে যে, এ সব গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড প্রতিষ্ঠান প্রধানের কাছে সংরক্ষিত থাকার কথা থাকলেও তা বিভিন্ন অনলাইন ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠানে দেয়ার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছেন যা বিধি বহির্ভূত।
এমন পরিস্থিতিতে, শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওসহ অন্যান্য অনলাইন আবেদনের কার্যক্রম ওই শিক্ষাপ্রতিষ্ঠানের আইসিটি শিক্ষক-আইসিটিতে দক্ষ শিক্ষক-অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের মাধ্যমে সম্পাদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অন্যথায় প্রতিষ্ঠান প্রধানের গাফিলতিজনিত কারণে পাসওয়ার্ড সংক্রান্ত কোনো জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন।
সংবাদচিত্র ডটকম/শিক্ষা