আগামী শুক্রবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘ফেরেশতে’। ছবির প্রচারণায় শিগগিরই অংশ নেবেন জয়া। এর আগে তিনি ছবির জন্য ভিন্ন লুকের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। নতুন ছবিগুলোতে জয়া লিখেছেন, “ক্রিমসন অবসেশন”, যা ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। একজন ভক্ত মন্তব্য করেছেন, “আপনাকে অনেক দারুণ লাগছে, অসাধারণ!” অন্য একজন লিখেছেন, “প্রতিটি ছবি যেন একটি গল্প বলে, যা আমাকে টেনে নেয়।”
২০২৫ সালের মুক্তি হলো জয়ার জন্য বিশেষ, কারণ এর আগের বছরগুলোতেও তিনি বাংলাদেশ–ভারত মিলিয়ে ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ডিয়ার মা’ এবং ‘পুতুল নাচের ইতিকথা’ মুক্তি পেয়েছেন। নতুন ছবির মুক্তি ১২ সেপ্টেম্বরের বদলে এক সপ্তাহ পিছিয়ে ১৯ সেপ্টেম্বর করা হয়েছে, মূলত সিনেমা হলে জটিলতার কারণে। ছবিটি দেশের সব সিনেপ্লেক্সে একযোগে মুক্তি পাবে।
ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’ সমাজের প্রান্তিক মানুষের জীবনকে ফুটিয়ে তুলেছে। জয়া বলেন, “আমাদের দেশের সুবিধাবঞ্চিত মানুষের ভেতরে যে সংগ্রামী ও সাহসী চরিত্র রয়েছে, তারই একজনের ভূমিকায় আমি অভিনয় করেছি। পুরো টিমের সহযোগিতার কারণে কঠিন শুটিং সুষ্ঠুভাবে শেষ করা সম্ভব হয়েছে।”
এছাড়া, জয়া তৃতীয়বারের মতো বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, “২০২৭ সাল পর্যন্ত আমি আরও দৃঢ়ভাবে দারিদ্র্য হ্রাস, জেন্ডার সমতা, জলবায়ু পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে কাজ করতে চাই। এটি শুধু আমার নয়, আমাদের সবার যৌথ প্রতিশ্রুতি।”
সংবাদচিত্র ডটকম/বিনোদন