প্রকাশের সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:২১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

টানা ৫ দিন বৃষ্টির আভাস

সংবাদচিত্র রিপোর্ট

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে। একইসঙ্গে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এই পূর্বাভাস দেন।

পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে দেশের আট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণও দেখা দিতে পারে। একইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার থেকে শুক্রবার (১৭-১৯ সেপ্টেম্বর) প্রতিদিনই বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সংবাদচিত্র ডটকম/আবহাওয়া
পূর্বাভাসে আরও বলা হয়েছে, মঙ্গলবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বুধবার ও শুক্রবার সামান্য বাড়তে পারে। তবে বৃহস্পতিবার দিন-রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না।

প্রিন্ট করুন