প্রকাশের সময়: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ । ৭:৩৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

ঢাকার আকাশে রোদ-বৃষ্টির খেলা, পরবর্তী দুই দিন থেমে থেমে বৃষ্টি থাকতে পারে

সংবাদচিত্র রিপোর্ট

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রোদ-বৃষ্টি খেলা চলছে। রবিবার (৩১ আগস্ট) সকাল থেকেই ঢাকার আকাশ কখনো মেঘলা, কখনো রোদেলা। মাঝেমধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাম্প্রতিক এই বৃষ্টি মূলত মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে হচ্ছে। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, “রাজধানীতে বৃষ্টি হতে পারে থেমে থেমে, তবে কখনো রোদও দেখা দিতে পারে।”

গত বুধবার সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যা ভারতের ওডিশা উপকূল দিয়ে ছত্তিশগড়ের দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়ে। এই লঘুচাপের কারণে বাংলাদেশের উপকূলে কিছু বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস ছিল, কিন্তু তা উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি।

গত বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে। তাপমাত্রা ছিল ভ্যাপসা গরম, যার কারণে আর্দ্রতার সঙ্গে তীব্র গরম অনুভূত হয়েছে। শনিবার দুপুরের পর থেকে আকাশ মেঘলা হতে শুরু করে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা ও রাজশাহী বিভাগ বাদে চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও রংপুরের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে।

আফরোজা সুলতানা জানিয়েছেন, সোমবার এবং মঙ্গলবারও এই বৃষ্টি থাকতে পারে। এই সময় ঢাকার আকাশও মেঘলা থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। সাধারণভাবে যদি বৃষ্টি ৪৪ থেকে ৮৮ মিলিমিটার হয়, তাকে ভারী বৃষ্টি বলা হয়।

উল্লেখ্য, আগামী দুই দিনে চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত বেশি হতে পারে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, বৃষ্টির সঙ্গে মিশ্রিত আর্দ্রতা ও ভ্যাপসা গরমের কারণে সড়ক ও পরিবেশের কিছু অসুবিধা হতে পারে।

সংবাদচিত্র ডটকম/আবহাওয়া

প্রিন্ট করুন