রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে একজন সাবেক পৌর মেয়রকে আটক করে ভয় ভীতি দেখিয়ে তার কাছ থেকে পনের লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন এলজিইডি ভবনে প্রবেশ করে। এসময় ভবনে ঢোকার ১ নং গেটে বিএনপি কর্মী পরিচয়ে ড্রাইভার জাহিদের নেতৃত্বে কয়েকজন ড্রাইভার মেয়রের গাড়ি আটকায় এবং তাদের মারমুখি আচরণে ভিত হয়ে তিনি গাড়ি থেকে নেমে দ্রুত ভবনে প্রবেশ করে একজন পিডির কক্ষে আশ্রয় নেয়। বিএনপি কর্মী পরিচয়দানকারী ড্রাইভাররা তার পিছু নেয় এবং হন্নে হয়ে খুঁজতে থাকে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহিউদ্দিন এলজিইডি ভবনে প্রবেশ করলে ড্রাইভার জাহিদের নেত্রীত্বে কয়েকজন ড্রাইভার তার গাড়ির সামনে এসে দাঁড়ায়। এসময় তারা মহিউদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং শারীরিক ভাবে অপদস্ত করার চেষ্টা করে, অবস্থা বেগতিক দেখে মহিউদ্দিন গাড়ি থেকে নেমে দৌড়ে এলজিইডি ভবনে প্রবেশ করেন। ড্রাইভার জাহিদ ও তার দলবল মহিউদ্দিনকে খুঁজতে থাকে।
সেখানে উপস্থিত একজন গণমাধ্যম কর্মী জাহিদের নিকট তার পরিচয় জানতে চাইলে সে বলে ‘আমি এলজিইডির গাড়ি চালক’। বিএনপির কোন পদে আছেন জানতে চাইলে সে জানায় ‘এই ওয়ার্ডের সভাপতি।’ কত নম্বর ওয়ার্ডের সভাপতি জানতে চাইলে সে বলে ‘এই এলাকা ২৭ নং ওয়ার্ড’। তখন ওই গণমাধ্যম কর্মী তাকে বলেন যে, এটাতো ২৮ নং ওয়ার্ড, তখন সে বলে ‘হ্যা আমি ২৮ নং ওয়ার্ডের সভাপতি ও জিয়া পরিষদ এলজিইডি শাখার সাধারণ সম্পাদক’।
সূত্র জানায়, মেয়রকে খুঁজে বেরকরার পরে ড্রাইভার জাহিদ ফোন করে বিএনপির স্থানীয় আরো কিছু নেতা-কর্মীকে ডেকে আনে এবং সাবেক পৌর মেয়র মহিউদ্দিনের সাথে দফায় দফায় বৈঠক করে। শেষমেষ ১৫ লাখ টাকায় মিটমাট হলে বিএনপি পরিচয় দানকারী ওই নেতা কর্মীরা মেয়রকে নিরাপদে ভবন থেকে বের করে দেয়।
এ সময় ড্রাইভার জাহিদ ও তার সঙ্গীরা বলতে থাকেন মহিউদ্দিন শেখ হাসিনার দোসর ও স্বৈরাচার আওয়ামী লীগের মেয়র। তখন ওই গণমাধ্যম কর্মী জাহিদকে বলেনযে, ‘মহিউদ্দিন তো আওয়ামী লীগের টিকিটে মেয়র নির্বাচন করেনি। তিনি নির্বাচন করেছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং নির্বাচিত হন।’ তখন ড্রাইভার জাহিদ বলতে থাকে মহিউদ্দিন আওয়ামী লীগের দোসর।
এলজিইডি সূত্র জানায় সাবেক এই মেয়র মহিউদ্দিন নিজেই একজন প্রথম শ্রেণীর ঠিকাদার, এলজিইডির বিভিন্ন প্রকল্পে তার শতাধিক কোটি টাকার উন্নয়ন কাজ চলমান। সামনে জুন মাস এটি অর্থ বছরের শেষ মাস। উন্নয়ন কাজের বড় ধরনের বিল পাস হয় এই মাসে মহিউদ্দিনের ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ২৫ কোটি টাকার বিল পাবে। সাবেক ওই মেয়র প্রায়ই এলজিইডি ভবনে যাতায়াত করেন। কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হননি।
এ দিকে ড্রাইভার জাহিদ সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, তিনি আউটসোর্সিং ড্রাইভার। নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায় প্রকল্পের পিডির গাড়ি চালক।
অভিযোগ রয়েছে, তারা বিএনপি পরিচয় দিয়ে আগারগাঁও এলাকায় যে সকল সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে যেমন- বন ভবন, সমাজ সেবা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এসব অফিসের কর্মকর্তা কর্মচারীদের ভয় ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে।
সূত্র আরো জানায়, ড্রাইভার জাহিদ বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এবং যুবলীগের একনিষ্ঠ কর্মী ছিলো। তার নিজ এলাকার বিএনপির ভয়ে সে পালিয়ে পালিয়ে বাসায় যায় এবং রাতে অফিসে ঘুমায়।
সংবাদচিত্র ডটকম/অপরাধ