প্রকাশের সময়: সোমবার, ২৬ মে, ২০২৫ । ১১:৪৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

সচিবালয়ে আগামীকালও বিক্ষোভ, দেশের সব সরকারি কর্মচারীদের একই কর্মসূচি পালনের আহ্বান

সংবাদচিত্র রিপোর্ট

জাতীয় বেতন স্কেল পুনর্বিন্যাস ও বৈষম্য দূর করার দাবিতে সচিবালয়ে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভের ডাক দিয়েছেন বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার সরকারি কর্মচারীরা।

মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে একই দাবিতে পুনরায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা। পাশাপাশি দেশের সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন প্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা, প্রকৌশল, ট্যাক্স, খাদ্যসহ বিভিন্ন ক্যাডার ও সংযুক্ত দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁদের দাবি, প্রস্তাবিত নতুন জাতীয় বেতন কাঠামোতে প্রথম গ্রেডে নিয়োজিত বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের অতিরিক্ত সুবিধা রেখে অন্যদের বৈষম্যের শিকার করা হয়েছে। এই বঞ্চনার অবসান না হলে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ‘এক দফা এক দাবি—বেতন বৈষম্য চাই না’, ‘সমতা চাই’, ‘ক্যাডার-নন-ক্যাডার বৈষম্য চলবে না’ ইত্যাদি স্লোগান দেন।

আন্দোলনকারীদের পক্ষে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের দাবিগুলো যৌক্তিক এবং বাস্তবসম্মত। নতুন বেতন কাঠামোতে শীর্ষ শ্রেণির কর্মকর্তাদের বিশেষ সুবিধা রেখে আমরা বাকিরা অবমূল্যায়নের শিকার হচ্ছি। এই বৈষম্য শুধু মনোবল ভাঙে না, প্রশাসনব্যবস্থায় বিভাজন তৈরি করে।”

আগামীকাল মঙ্গলবার আবারও সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে তারা বলেন, “আমরা আহ্বান জানাচ্ছি—ঢাকা ও জেলা শহরসহ দেশের সব সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা যেন একই কর্মসূচি পালন করেন। এই আন্দোলন কোনো নির্দিষ্ট ক্যাডার বা পদ নয়, এটা সবার ন্যায্য অধিকারের দাবি।”

এদিকে আন্দোলনের কারণে সচিবালয়ের কিছু দপ্তরে সেবা কার্যক্রম ব্যাহত হয়েছে বলে জানা গেছে। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, গুরুত্বপূর্ণ বা জরুরি সেবায় তারা ব্যাঘাত ঘটাচ্ছেন না।

প্রসঙ্গত, গত ১৩ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৯ম পে কমিশনের সুপারিশের ভিত্তিতে একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়, যা নিয়ে বিস্তর আলোচনা ও অসন্তোষ দেখা দেয় সরকারি চাকরিজীবীদের একাংশের মধ্যে। এর পর থেকেই ধারাবাহিকভাবে বিক্ষোভ করে আসছেন কর্মচারীরা।

সংবাদচিত্র ডটকম/জাতীয়

প্রিন্ট করুন