প্রকাশের সময়: সোমবার, ২৬ মে, ২০২৫ । ১১:০২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

অবৈধ বাংলাদেশি সন্দেহে আসামে আটক দেড় শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী সন্দেহে ভারতের আসাম রাজ্যে প্রায় দেড়শ জনকে আটক করেছে রাজ্য পুলিশ। গতকাল রোববার গুয়াহাটি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

এই অভিযানকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই অভিযানের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা পুলিশের এ ধরনের আচরণকে ‘হয়রানি’ বলে অভিযোগ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, আটক ব্যক্তিদের পরিচয় ও কাগজপত্র যাচাই-বাছাই করছে পুলিশ। আটকের পর তাদের গুয়াহাটির বিরুবাড়ি পুলিশ রিজার্ভ ক্যাম্পে রাখা হয়। সেখানে আটককৃতদের পরিবারের সদস্যরা প্রয়োজনীয় নথিপত্র নিয়ে গিয়ে তাদের মুক্তির আবেদন জানান।

এদিকে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তারে ৩০ দিনের সময়সীমা বেঁধে দেয়। এর পরপরই আসামসহ বিভিন্ন রাজ্যে এ ধরনের অভিযান শুরু হয়।

সংবাদচিত্র ডটকম/আন্তর্জাতিক

প্রিন্ট করুন