টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। গ্রীষ্মকালীন এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে এ ছুটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, ২৫ মে (রবিবার) থেকে ১২ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত ১৯ দিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের ক্লাস বন্ধ থাকবে।
এর মধ্যে ছুটি শুরু ও শেষের ২ দিন করে শুক্র ও শনিবার থাকায় মোট ২৩ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। এর মধ্যে ৪ জুন (বুধবার) থেকে ১২ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দফতর বন্ধ থাকবে।
তবে ছুটি চলাকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবার অন্তর্গত বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি চালু থাকবে।
এদিকে ছুটির সময়েও খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের একমাত্র বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।
এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ ড. আঞ্জুমান আরা বলেছেন, “হলের সব কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে। কয়েকজন ছাত্রী হলে অবস্থান করবে। তাদের জন্য হলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”
সংবাদচিত্র ডটকম/শিক্ষা ও শিক্ষাঙ্গন