প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ । ১২:০০ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

দিনভর শ্রম ভবনে ঢুকতে পারেননি কর্মকর্তারা, দাবি আদায়ে অনড় শ্রমিকরা

সংবাদচিত্র রিপোর্ট

দিনভর চেষ্টা করেও শ্রম ভবনে প্রবেশ করতে পারেননি কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনকারী শ্রমিকরা সাফ জানিয়ে দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবেন।

শ্রম ভবনের প্রধান ফটকের সামনে শ্রমিকদের অবস্থানের মধ্যেই সোমবার (১৯ মে) দুপুরে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান দুটি পোশাক কারখানা স্টাইলক্রাফট ও ইয়াং ওয়ান্স বিডি’র শ্রমিক নেতারা। স্মারকলিপি দিতে যাওয়া শ্রমিক প্রতিনিধিদের একজন রাজু আহমেদ বলেন, তারা তাদের ১ হাজার ৫৮ জন শ্রমিকের ১৪ মাসের বকেয়া বেতন ২০ কোটি ৮৬ লাখ টাকা ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন।

শ্রমিক প্রতিনিধিদের মধ্যে সেখানে যান গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক কে এম মিন্টু ও স্টাইল ক্রাফট লিমিটেডের শ্রমিক সংগঠক রাজু আহমেদ ও সালমা আক্তার।

অপরদিকে টিএনজেড-এর শ্রমিকরা শ্রম ভবন অবরুদ্ধ না করলেও আশপাশের সড়কে অবস্থানে রয়েছেন। তাদের নেতা শহিদুল ইসলাম রাত ৯টায় জানান, কয়েক মাস ধরেই তারা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে আসছেন। আন্দোলনের মুখে রমজানের ঈদের আগের দিন তাদের পাওনা ১৭ কোটির স্থলে তিন কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন শ্রম সচিব। কিন্তু পরে দেওয়া হয় দুই কোটি ৬৭ লাখ টাকা। তাই এবার পুরো টাকা আদায় না করে ঘরে ফিরে যাবেন না। রাতেও তাদের কারখানার শ্রমিকরা সেখানে থাকবেন বলে জানান।

তারা জানিয়েছেন, দাবি মানতে সরকার ও মালিকপক্ষকে বাধ্য না করা পর্যন্ত রাজপথে থাকবেন।

এর আগে, সোমবার (১৯ মে) সকাল ৯টা থেকে প্রধান ফটক রুদ্ধ করে সন্ধ্যা পর্যন্ত কোনও কর্মকর্তা-কর্মচারীকে ঢুকতে দেননি স্টাইল ক্রাফট ও ইয়াংওয়ান্স বিডি’র পোশাক শ্রমিকরা। তারা সকাল থেকেই সেখানে নিজস্ব ব্যানার টানিয়ে বিক্ষোভ করেন।

এই দুটি কারখানার শ্রমিক আন্দোলনে নেতৃত্বদানকারী আমির হোসেন বলেন, মালিকপক্ষ বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিলেও সেটি রাখেনি। তাই তারা বাধ্য হয়েই এক সপ্তাহ যাবৎ শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছেন। চূড়ান্ত আশ্বাস পাওয়া পর্যন্ত সেখান থেকে সরবেন না।

সংবাদচিত্র ডটকম/রাজধানী

প্রিন্ট করুন