প্রকাশের সময়: রবিবার, ১৮ মে, ২০২৫ । ৪:৪৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৮ মে ২০২৫

‘বিদেশি ক্রিকেটাররা না আসলেও আইপিএলের মান কমবে না’

স্পোর্টস ডেস্ক

সপ্তাহ খানেকের বিরতির পর গতকাল শনিবার থেকে আবারো শুরু হওয়ার কথা ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। গতকাল একমাত্র ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হওয়ার কথা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তবে বৃষ্টির কারণে এই ম্যাচ মাঠে গড়ায়নি।

গতকাল থেকে আইপিএল শুরু হলেও প্রথম ম্যাচ মাঠে গড়াচ্ছে আজ রবিবার। আইপিএল মাঠে ফিরলেও অনেক বিদেশি ক্রিকেটারই আসছেন না ভারতে খেলতে। অনেকেই মনে করেন এর ফলে আইপিএলের জৌলুষ অনেকটাই কমে যাবে। তবে এমন বক্তব্যের সঙ্গে একমত হতে পারছেন না আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল।

তিনি বলেছেন, ‘আইপিএল স্থগিত করার সিদ্ধান্তটা খুবই স্পর্শকাতর বিষয় ছিল। ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টায় আমাদের নজর দিতে হত। তবে আইপিএল নিয়ে কোনও আশঙ্কার জায়গা ছিল না। আমরা লিগ স্থগিত করেছিলেন একটা সতর্কতা হিসেবে। কখনও কখনও দেশের মানুষের আবেগকেই প্রাধান্য দিতে হয়।’

অরুণের মতে, আইপিএল নিয়ে কখনোই শঙ্কা ছিল না। মূলত ক্রিকেটারদের নিরাপত্তা ও দেশের কথা মাথায় রেখেই আসর স্থগিত করা হয়েছিল। এবার শুরু করার আগে সবার সঙ্গে কথা বলেই শুরু করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইপিএল চেয়ারম্যান।

তিনি বলেন, ‘তখন দেশের পাশে, দেশের সেনার পাশে সব সময় দাঁড়াতে হয়। আমরা সংঘর্ষবিরতির পরই আমাদের ফ্র্যাঞ্চাইজি এবং ব্রডকাস্টারসহ সকলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়ে ফেলি, যে এখনই লিগ শেষ করার সেরা সময়। কারণ পরের দিকে ক্রিকেটারদের আন্তর্জাতিক খেলাও শুরু হয়ে যাবে।’

‘আমরা বুঝতে পারছি, ক্রিকেটারদেরও একটা আলাদা কমিটমেন্ট রয়েছে নিজের দেশের বোর্ডের সঙ্গে। আমরা যেহেতু এক সপ্তাহ পিছিয়ে গেছি, তাই এই সমস্যাটা হয়েছে। তবে অধিকাংশ ক্রিকেটাররাই আবার আইপিএলে ফিরেছে, তাই আমি আশাবাদী লিগের জৌলুশ বা মান, কোনওটাই কমবে না। কোনও ক্রিকেটারের ওপরেই আমরা আমাদের সিদ্ধান্ত চাপিয়ে দেইনি, বা জোর করে খেলতে বলিনি। কারণ আমাদের সঙ্গে ক্রিকেটার ও সব দেশের বোর্ডের বেশ ভালো সম্পর্ক রয়েছে। কারণ ক্রিকেটারদের চাপ দিয়ে খেলাতে আনলেও, সেটায় খেলার মান বাড়বে না।’-যোগ করেন তিনি।

সংবাদচিত্র ডটকম/ক্রিকেট

প্রিন্ট করুন