প্রকাশের সময়: শনিবার, ১০ মে, ২০২৫ । ১২:৪৫ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১০ মে ২০২৫

আইপিএলের পর এবার পিএসএলও স্থগিত

স্পোর্টস ডেস্ক

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে স্থগিত করা হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি ম্যাচগুলো। শুক্রবার রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরবর্তী সময়ে পরিস্থিতি বিবেচনা করে খেলা পুনরায় শুরুর সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, সংঘাতের প্রেক্ষিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। শুক্রবার সকালেই পিএসএলের বাকি ৮টি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের ঘোষণা দিয়েছিল পিসিবি, তবে ২৪ ঘণ্টা না যেতেই নিরাপত্তা বিবেচনায় সেই সিদ্ধান্ত থেকেও সরে আসতে হয়।

পিসিবি জানায়, সীমান্ত পরিস্থিতি দ্রুত অবনতি ঘটেছে। ভারতের অন্তত ৭৮টি ড্রোন পাকিস্তানে অনুপ্রবেশ করেছে এবং একাধিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ রয়েছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নির্দেশনায় আপাতত টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিসিবির ভাষায়, “প্রধানমন্ত্রীর দপ্তরের পরামর্শে পিএসএল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের আগ্রাসনের ওপর সরাসরি নজর রাখছেন। এমন একটি সময়ে জাতীয় মনোযোগ কেন্দ্রীভূত হওয়া উচিত আমাদের সশস্ত্র বাহিনীর সাহসী প্রচেষ্টার দিকে, যারা সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছেন।”

এর আগে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ভারতের একটি ড্রোন হামলার পর থেকেই নিরাপত্তা হুমকি বৃদ্ধি পায়। বৃহস্পতিবার পেশাওয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ স্থগিত করা হয়।

পরিস্থিতির অবনতিতে পিএসএলে অংশ নেওয়া প্রায় ৪০ জন বিদেশি ক্রিকেটার, যার মধ্যে রয়েছে বাংলাদেশের রিশাদ হোসেন ও নাহিদ রানা, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে জরুরি বৈঠক করেন এবং পাকিস্তান ছাড়ার ইচ্ছা জানান।

পিসিবি তাদের সুরক্ষায় একটি বিশেষ বিমান ব্যবস্থা করে, যাতে চড়ে তারা সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন। যদিও প্রাথমিক পরিকল্পনা ছিল বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলা, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সেখান থেকেও সরাসরি নিজ নিজ দেশে ফিরে যেতে চান ক্রিকেটাররা।

সংবাদচিত্র ডটকম/ক্রিকেট

প্রিন্ট করুন