রাজশাহী বিভাগজুড়ে ২৪ ঘণ্টায় মহামারি করোনায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বগুড়ায় মারা গেছেন ১০ জন। এছাড়া নাটোরে ৫ জন, রাজশাহীতে দুজন এবং নওগাঁ জেলায় দুজন মারা গেছেন। এ নিয়ে বিভাগে প্রাণহানি দাঁড়াল ১ হাজার ৩৪৪ জনে।
এক দিনে আরও ৭২৪ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে বিভাগজুড়ে। এ পর্যন্ত বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৮৪ হাজার ৫৭৯ জনের। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৬১ হাজার ৩০৫ জন।
এক দিনে সুস্থ হয়েছেন ৭২৯ জন। একই দিনে হাসপাতালে এসেছেন ১৭০ জন। করোনায় সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১২ হাজার ২৭০ জন রয়েছেন।
সোমবার (২ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত দৈনিক পরিসংখ্যানে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৭২৪ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এর মধ্যে ২২২ জন রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া বগুড়ায় ১২৬, পাবনায় ১২৩, সিরাজগঞ্জে ১১৬, নাটোরে ৬৬, চাঁপাইনবাবগঞ্জে ৩১, নওগাঁয় ২০ এবং জয়পুরহাটে ২০ জনের করোনা ধরা পড়েছে।
এ পর্যন্ত বিভাগে করোনায় প্রাণহানি ঘটেছে ১ হাজার ৩৪৪ জনের। এর মধ্যে ২৪ ঘণ্টায় বগুড়ায় ১০ জন, নাটোরে ৫, রাজশাহী দুজন এবং নওগাঁয় দুজন করে মারা গেছেন। এ দিন চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, পাবনা এবং সিরাজগঞ্জ জেলায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।
বগুড়ায় এখন পর্যন্ত ৫৭৯, রাজশাহীতে ২৪৬, চাঁপাইনবাবগঞ্জে ১৪০, নওগাঁয় ১২০, নাটোরে ১১৮, সিরাজগঞ্জে ৬৬, জয়পুরহাটে ৫০ এবং পাবনায় ৩৪ জন মারা গেছেন।
সংবাদচিত্র/ডিএস/এফবি/আরএস