প্রকাশের সময়: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ । ১:১৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

দীর্ঘ হচ্ছে দুর্নীতিবাজ এমপি-মন্ত্রীদের তালিকা

সংবাদচিত্র রিপোর্ট

প্রতিদিনই দুদকে দীর্ঘ হচ্ছে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের তালিকা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) নতুন করে সাবেক দুই এমপিসহ তিন জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয়, রাজশাহী ৪ আসনের সাবেক এমপি এনামুল হক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের ছেলে তমাল মুনসুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।

তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, টেন্ডারবাজি, বিদেশের সম্পদ পাচারসহ নানা অভিযোগ রয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে প্রাথমিকভাবে দুর্নীতির প্রমাণ মেলায় সংস্থাটি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদচিত্র ডটকম/দুদক

প্রিন্ট করুন