প্রকাশের সময়: শনিবার, ২২ মে, ২০২১ । ৯:৫৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১১ মে ২০২৫

বিশ্বকাপের পথে এগিয়ে চলার আরেকটি সিরিজ

অনলাইন ডেস্ক
বিশ্বকাপের জন্য দল গোছানো জরুরি। একই সমান বা আরও বেশি জরুরি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা। দ্বিপাক্ষিক সিরিজগুলি এখন প্রতিটি দলের জন্যই ভিন্ন এক চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের আঁচ লাগছে বাংলাদেশ দলে। শ্রীলঙ্কা তো বিশ্বকাপকে ভাবনায় রেখে দলের খোলনলচেই পাল্টে ফেলেছে। বিশ্বকাপ এখনও আড়াই বছর পরে, কিন্তু বিশ্ব আসরের হাওয়া বইতে শুরু করেছে এখনই

দ্বিপাক্ষিক সিরিজগুলোর রঙ এভাবে পাল্টে গেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ চালু হওয়ায়। বেশির ভাগ সিরিজই এখন এই সুপার লিগের অংশ, যা আদতে বিশ্বকাপের বাছাইপর্ব। বিশ্বকাপের দল গড়ে তোলা আর সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা, দুই অভিযানে এগিয়ে চলার পথে এবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে রোববার মুখোমুখি হবে দুই দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দিন-রাতের ম্যাচটি শুরু হবে দুপুর একটায়।

সুপার লিগে বাংলাদেশ এখনও পর্যন্ত খেলেছে দুটি সিরিজ। জানুয়ারিতে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর মার্চে নিউ জিল্যান্ডে গিয়ে পেতে হয়েছে ঠিক উল্টো স্বাদ। ছয় ম্যাচে তিনটি করে জয়-পরাজয়ে বাংলাদেশের পয়েন্ট এখন ৩০। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দুটি জয় পেলেও বাংলাদেশ উঠে যাবে পয়েন্ট তালিকার শীর্ষে।

তবে দুই জয় পরে, আগে বাংলাদেশের চাওয়া থাকবে প্রথম ম্যাচ জয়। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে সেই জয়ের পর থেকে তিন সংস্করণ মিলিয়ে টানা ১০ ম্যাচে জয়ের দেখা নেই দলের। দলের আত্মবিশ্বাস বাড়ানো, নতুন রূপে এগিয়ে চলা কিংবা ড্রেসিং রুমে একটু স্বস্তির হাওয়া বইয়ে দেওয়া, সবকিছুর জন্যই একটি জয় এখন বহুকাঙ্ক্ষিত।

প্রিন্ট করুন