হিমেল হাওয়ায় কাঁপছে দিনাজপুরের মানুষজন। ভোরের দিকে ঘন কুয়াশায় ডাকা থাকে চারদিক। গত দুই দিন থেকে সূর্যের দেখা মিলছে না। বিকালের পর থেকে শুরু হয় হিমেল বাতাস, সন্ধ্যা থেকে পড়তে থাকে ঘন কুয়াশা। আর হিমেল হাওয়ায় কনকনে শীতে কাঁপছে দিনাজপুরবাসী।
অনেক সময় দিনের বেলায়ও যানবাহনে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকে অঞ্চল। দুপুরের পর সূর্যের দেখা গেলেও বিকেল ৪টা বাজতে না বাজতেই ফের হারিয়ে যায়।
কনকনে শীতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষেরা। বিশেষ করে খেটে খাওয়া ছিন্নমূলের মানুষ। বাড়ছে শীত জনিত রোগীর সংখ্যা। ঘন কুয়াশার কারণে বীজ তলা, আলুর ক্ষেত, টমেটোসহ বিভিন্ন সবজি নষ্ট হয়ে যাচ্ছে।
আজ মঙ্গলবার সকালে দিনাজপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আজ মঙ্গলবার সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৫ ভাগ। গত কয়েক দিন ধরে এই অঞ্চলে বাতাসের গতি বেড়েছে। আর কুয়াশা তেমন না থাকলেও তাপমাত্রা কমেছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।
দিনের তাপমাত্রা কমে যাওয়ায় রাস্তায় কমেছে মানুষের চলাচল। উষ্ণতার আশায় কেউ বা আগুন জ্বালিয়ে শরীর গরম করে নিচ্ছেন আবার কেউ ভিড় জমাচ্ছেন চায়ের দোকানে।
এদিকে দিনের তাপমাত্রা কমে যাওয়ায় রাস্তায় কমেছে মানুষের চলাচল। উষ্ণতার আশায় কেউবা আগুন জ্বালিয়ে শরীর গরম করে নিচ্ছেন আবার কেউ ভিড় জমাচ্ছেন চায়ের দোকানে। দিনের তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অপরদিকে শীতের কাপড় কেনার ধাক্কা।
সংবাদচিত্র ডটকম/সারাদেশ