প্রকাশের সময়: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ । ৬:৫৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে এক দিনের ব্যবধানে তাপমাত্রা আরও ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) শ্রীমঙ্গলে সবনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সেখানকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস ও সকাল পর্যন্ত ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলছে।

এদিকে তাপমাত্রা কমতে থাকায় চা বাগান অধ্যুষিত উপজেলাগুলোর মানুষ পড়েছেন বিপাকে। সেইসঙ্গে কম আয়ের খেটে খাওয়া সাধারণ শ্রমজীবী মানুষকে শীত ও কনকনে ঠান্ডা বাতাসকে উপেক্ষা করে প্রতিদিন কাজে যেতে হচ্ছে।

সংবাদচিত্র ডটকম/সারাদেশ

প্রিন্ট করুন