প্রকাশের সময়: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ । ৮:৩৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৯ মে ২০২৫

জন্মদিনে শচীনের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ছুঁলেন কোহলি

স্পোর্টস রিপোর্ট

জন্মদিনে অনন্য কীর্তিতে নাম লেখালেন বিরাট কোহলি। মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ছুঁলেন সময়ের অন্যতম সেরা ব্যাটার। কলকাতার ইডেন গার্ডেন্সে সাউথ আফ্রিকার বিপক্ষের কীর্তিটি গড়েছেন। বিশ্বকাপে জন্মদিনে সেঞ্চুরি পাওয়া তৃতীয় ক্রিকেটার হলেন কোহলি। শচীনের সমান ৪৯ ওয়ানডে সেঞ্চুরি এখন তারও।

আজ রবিবার ম্যাচের ৪৯তম ওভারের তৃতীয় বলে কাগিসো রাবাদাকে ডিপ মিড উইকেটে ঠেলে এক রান নেন কোহলি। পৌঁছে যান ক্যারিয়ারের ৪৯তম ওয়ানডে সেঞ্চুরিতে। ২৭৭ ইনিংসে মাইলফলকে পৌঁছালেন ডানহাতি মহাতারকা। শচীন ৪৫২ ইনিংসে ৪৯ সেঞ্চুরি করে অবসরে গেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির মোট সেঞ্চুরি হল ৭৯টি, টেস্টে ২৯ ও টি-টুয়েন্টিতে একটি শতক আছে তার।

৩৬তম জন্মদিনে সেঞ্চুরি পেলেন কোহলি। ৩৩তম জন্মদিনে এই বিশ্বকাপেই শতক পাওয়া প্রথম খেলোয়াড় হন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। তবে জন্মদিনে মার্শের আগে বিশ্বকাপে সেঞ্চুরি পেয়েছিলেন নিউজিল্যান্ডের টপঅর্ডার ব্যাটার রস টেলর। ২০১১ সালে ২৭তম জন্মদিনে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে সেঞ্চুরি করেছিলেন, প্রতিপক্ষ ছিল পাকিস্তান।

আসরে নিউজিল্যান্ড ম্যাচেই কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ডের পাশে নাম লেখাতে পারতেন বিরাট কোহলি। সেঞ্চুরির কাছে গিয়েছিলেন, ৯৫ রানে আউট হয়ে বাড়ান অপেক্ষা। ইংল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে শূন্য রানে ফিরে যান। নিজেদের সপ্তম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আবারও এসেছিল সুযোগ। সেদিনও কাজে লাগাতে পারেননি, ৮৮ রানে আউট হন।

সংবাদচিত্র ডটকম/ক্রিকেট

প্রিন্ট করুন