প্রকাশের সময়: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ । ৭:০৫ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৯ মে ২০২৫

জিয়া মুক্তিযোদ্ধা হলে ‘জয় বাংলা’ নিষিদ্ধ হলো কেন: প্রধানমন্ত্রী

সংবাদচিত্র রিপোর্ট

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা হলে ‘জয় বাংলা’ স্লোগান নিষিদ্ধ করেছিলেন কেন, এ প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (৩ নভেম্বর) জাতীয় জেলহত্যা দিবসে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের স্মরণসভায় দেওয়া বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা কথায় বলে, সে যদি প্রকৃত মুক্তিযোদ্ধা হতো তাহলে জয় বাংলা স্লোগান তার আমলে নিষিদ্ধ হয় কেন? যে ৭ মার্চের ভাষণ এই বাঙালিকে উদ্বুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য, গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য, যে ভাষণ আজকে সারা বিশ্বে আন্তর্জাতিক প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে, ইউনেসকো কর্তৃক, জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে, ওই ভাষণও নিষিদ্ধ করে দিয়েছিল।’

সম্প্রতি রাজধানীতে বিএনপির সমাবেশ সহিংসতার প্রসঙ্গও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। তিনি বলেন, ‘পুলিশহত্যার মতো ঘটনা বিএনপি আগেও ঘটিয়েছে।’

আগুন সন্ত্রাস করলে বা মানুষের ওপর নির্যাতন করলে কারও ওপর নির্ভর না হয়ে সঙ্গে সঙ্গে জনগণকে তা প্রতিরোধ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আগুন সন্ত্রাস করে নির্বাচন বানচাল করা যাবে না জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘বিএনপি নির্বাচন চায় না, নির্বাচন বন্ধ করে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায়। যারা মানুষ পুড়িয়ে, পিটিয়ে হত্যা করে, তারা কী জন্য, কার জন্য রাজনীতি করে? বিএনপি কাদের পদলেহন করে? অবরোধ, অগ্নিসন্ত্রাস করে কেউ যেন পার না পায়।’

যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণের পকেট কাটার চেষ্টা করে, তাঁদের খুঁজে বের করতে আওয়ামী লীগের নেতা–কর্মীদের নির্দেশ দেন শেখ হাসিনা।

সংবাদচিত্র ডটকম/জাতীয়

প্রিন্ট করুন