প্রকাশের সময়: রবিবার, ১৮ জুলাই, ২০২১ । ৪:০৫ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৯ মে ২০২৫

রেজিস্ট্রেশন ছাড়াই টিকা পাচ্ছেন গাজীপুরের শ্রমিকরা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে চারটি পোশাক কারখানায় আজ রবিবার (১৮ জুলাই) থেকে শ্রমিকদের করোনার টিকা দেয়া হবে। এর জন্য শ্রমিকদের কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না।

গতকাল শনিবার (১৭ জুলাই) গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, এদিন একযোগে ৪ কারখানার ১০ হাজার শ্রমিককে টিকা দেয়া হবে।

কারখানাগুলো হলো- গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকার স্পেরো অ্যাপারেলস লিমিটেড, কোনাবাড়ী এলাকায় তুসকা গ্রুপের দু’টি ও ভোগড়া এলাকার রোজভ্যালী নামে একটি কারখানা।

সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সচেতন হতে হবে। এজন্য সবাইকে স্বাস্থ্য-বিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।

এদিকে গাজীপুরে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০ জনের মৃত্যু ও নতুন করে ১৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় ২৯২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৩৯৩ জন।

সংবাদচিত্র/স্বাস্থ্য

প্রিন্ট করুন