প্রকাশের সময়: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ । ৮:১৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

পাবনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

পাবনা প্রতিনিধি

পাবনা জেলা বিএনপির আহবায়ক ও চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর হাবিবসহ ১৫ নেতার কারাদন্ডাদেশ এর প্রতিবাদ এবং দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।

বুধবার সকালে জেলা বিএনপি পাবনা ও ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ বলেন, আদালত কর্তৃক হাবিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়ে আদালত প্রমাণ করেছে তারা সরকারের ইচ্ছা অনুযায়ী চলে।

বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি সহ ১৫ নেতার নামে ফরমায়েশি রায় বাতিলের দাবী জানান।

সংবাদচিত্র ডটকম/সারাদেশ

প্রিন্ট করুন