প্রকাশের সময়: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ । ৭:৩০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা

সংবাদচিত্র রিপোর্ট

মুষলধারার বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা। টানা ৬ ঘণ্টার বর্ষণে বিভিন্ন সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। অবর্ণনীয় ভোগান্তির শিকার হয়েছেন ঘরমুখো মানুষ।

বৃহস্পতিবার সন্ধ্যার পর পরই পুরো আকাশ ঢেকে রাজধানীতে নেমে আসে মুষলধারার বৃষ্টি। তা বিরামহীন চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত। এতে পানি জমে অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। হাতিরঝিল, ধানমণ্ডি-২৭, পান্থপথ, এয়ারপোর্ট রোড, মিরপুরসহ নগরীর বিজয় সরণি, রোকেয়া সরণিসহ বিভিন্ন স্থানে সৃষ্টি হয় যানজট। নীলক্ষেত, কাঁটাবন, হাতিরপুল এলাকার সড়কেও পানি জমে থাকতে দেখা যায়।

সিএনজিচালিত অটোরিকশাসহ অন্য অনেক গাড়ি পানি ঢুকে নষ্ট হয়ে যাওয়ায় পরিস্থিতির আরও অবনতি ঘটে। রাত পৌনে ১১টার দিকেও রাজপথের বিভিন্ন পয়েন্টে যানজট লেগে থাকে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, এদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

বৃষ্টিপাতের বিষয়ে পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। বৃষ্টির প্রভাবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সংবাদচিত্র ডটকম/রাজধানী

প্রিন্ট করুন