প্রকাশের সময়: সোমবার, ২১ আগস্ট, ২০২৩ । ৭:৪২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

রিজেন্ট সাহেদের তিন বছর কারাদণ্ড

সংবাদচিত্র রিপোর্ট

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। আগামী ৬০ কার্যদিবসের মধ্যে অর্থদণ্ডের টাকা সরকারি কোষাগারে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায় এই রায় ঘোষণা করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন (জাহাঙ্গীর) রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়ে বিচারক উল্লেখ করেন, আসামি সাহেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। একই আইনের ২৭ (১) ধারা সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত।

রায় ঘোষণার আগে সাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়। এর আগে গত ১০ আগস্ট এ মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য বিচারক আজকের দিন ধার্য করেন।

দুদকের করা মামলাটিতে গত বছরের ১৭ এপ্রিল আসামি সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় দুদকের পক্ষ থেকে ১০ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২০ সালের ৫ নভেম্বর দুদক এক নোটিশে সাহেদকে ২১ কার্যদিবসের মধ্যে তাঁর সম্পদের হিসাব জমা দিতে বলে। কিন্তু সাহেদ নির্ধারিত সময়ে তাঁর সম্পদের বিবরণী জমা দেননি। পরবর্তী সময়ে সাহেদকে আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়। তারপরও তিনি তাঁর সম্পদের বিবরণী জমা দেননি। এমন অবস্থায় অনুসন্ধানের পর সাহেদের বিরুদ্ধে ২০২১ সালের ১ জানুয়ারি মামলা করে দুদক। সেই মামলায় আজ রায় ঘোষণা করা হয়।

সংবাদচিত্র ডটকম/আইন ও বিচার

প্রিন্ট করুন