প্রকাশের সময়: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ । ৫:৪৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন

সংবাদচিত্র রিপোর্ট

মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হওয়ায় দেশে বৃষ্টিপাত বেড়েছে। বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে আগামী বৃহস্পতিবার তা কমে আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

দেশের সব বিভাগেই আজ রবিবার (১৩ আগস্ট) অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় আজ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। দেশে দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক শনিবার গণমাধ্যমকে বলেন, ‘দেশে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় বৃষ্টি আজ থেকে একটু বাড়বে। এই প্রবণতা আগামী মঙ্গল বা বুধবার পর্যন্ত থাকতে পারে। এরপর বৃষ্টি আবার কমে আসতে পারে। এই কয়দিন তাপমাত্রাও কম থাকবে। বৃষ্টি কমলে আবার তাপমাত্রা বাড়তে পারে।’

বর্ষার এ সময়ে তাপমাত্রা বেশি না থাকলেও বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় অতিরিক্ত গরম অনুভূত হচ্ছে বলে জানান এই আবহাওয়াবিদ।

গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আবহাওয়া অধিদপ্তরের ৪৪টি স্টেশনের মধ্যে ৩৫টিতে বৃষ্টির খবর মিলেছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নোয়াখালীর হাতিয়ায়, ৮৩ মিলিমিটার। এ ছাড়া পটুয়াখালীর খেপুপাড়ায় ৫৯, বগুড়ায় ৫৫ ও সাতক্ষীরায় ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, আজ দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এ সময় এসব অঞ্চলের প্রধান নদ-নদীর (সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, ভোগাই-কংস ও যাদুকাটা) পানি দ্রুত বাড়তে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানেও। এতে আগামীকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি দ্রুত বাড়তে পারে।

পাউবো জানিয়েছে, আগামীকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত যেকোনো সময় ধরলা নদী কুড়িগ্রাম পয়েন্টে এবং দুধকুমার নদ পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান শনিবার সংবাদ মাধ্যমকে বলেন, ‘তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করলেও এটা স্বল্প সময়ের জন্য হওয়ার সম্ভাবনা বেশি। সব মিলিয়ে এই মুহূর্তে আমরা তেমন ঝুঁকি দেখছি না।’

সংবাদচিত্র ডটকম/আবহাওয়া

প্রিন্ট করুন