প্রকাশের সময়: সোমবার, ১২ জুলাই, ২০২১ । ৩:৫২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৯ মে ২০২৫

বিপদসীমার উপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

লালমনিরহাট প্রতিনিধি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে যে কোনো সময় বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।

সোমবার (১২ জুলাই) সকাল ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে হয়।

সদর উপজেলার গোকুন্ডা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন আরটিভি নিউজকে বলেন, ‘তিস্তার পানি কয়েকদিন স্বাভাবিক অবস্থায় ছিল। সোমবার সকালে উজানের ঢলের কারণে বাড়তে শুরু করে।

লালমনিরহাটের জেলা প্রশাসক (ডিসি) আবু জাফর আরটিভি নিউজকে জানান, বন্যার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া আছে।

সংবাদচিত্র/সারাদেশ

প্রিন্ট করুন