প্রকাশের সময়: বুধবার, ৩ মে, ২০২৩ । ৮:১৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১১ মে ২০২৫

জুনে মুক্তি পাচ্ছে অধরার ‘সুলতানপুর’

বিনোদন ডেস্ক

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে চোরাচালান আর সীমান্ত এলাকার মানুষের জীবনচক্র নিয়ে সৈকত নাসির পরিচালিত সিনেমা ‘সুলতানপুর’। সিনেমাটি সেন্সরবোর্ডে জমা দেয়ার আগে নমা দেয়া হয়েছিল ‘বর্ডার’।

জানা গেছে, আগামী ২ জুন ছবিটির মুক্তি নির্ধারণ করে প্রযোজক সমিতিতে নিবন্ধন করা হয়েছে। এ তথ্য নির্মাতা তার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন।

এর আগে নাম নিয়ে সেন্সর বোর্ডে জটিলতা তৈরি হয় সিনেমাটির। গত বছরের সেপ্টেম্বরে ‘বর্ডার’ নামে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় সিনেমাটি। সে সময় সিনেমাটির অনেক জায়গায় সেন্সর নীতিমালার ‘অসংগতি’ রয়েছে জানিয়ে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়। সেন্সর বোর্ডের নীতিমালা অনুযায়ী পরিমার্জন করে আবারও সিনেমাটি জমা দেওয়া যাবে। পরে কিছু দৃশ্যের পরিবর্তন-পরিমার্জন করে চলচ্চিত্রটি জমা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান। এরপরেই মুক্তির ছাড়পত্র মেলে সিনেমাটির।

মূলত সিনেমার গল্পে তুলে ধরা হয়েছে, বাংলাদেশের সীমান্ত অঞ্চলের মানুষের জীবনযাপন এবং সীমান্তের বিভিন্ন অবৈধ ব্যবসা নিয়ে। গল্পে আইনশৃঙ্খলা বাহিনীর সাহসী মিশনেও দেখানো হয়েছে।

সৈকত নাসির পলিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা অধরা খান, সাঞ্জু জন, আশীষ খন্দকার, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা অভিনয় করেছেন।

সংবাদচিত্র ডটকম/সিনেমা

প্রিন্ট করুন